Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sunil Gavaskar

অস্ট্রেলিয়রা ‘দূর হও’ বলাতেই ’৮১ সালে মাঠ ছেড়েছিলেন গাওস্কর

সেবারের অস্ট্রেলিয়া সফরে ওই টেস্টে জিতে ভারত সিরিজে সমতা ফেরায়। তিন টেস্টের সিরিজ ১-১ ফলে শেষ হয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ২২:৩২
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮১ সালে মেলবোর্ন টেস্টে সুনীল গাওস্কর দল নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এতদিন পরে তিনি এর কারণ জানালেন। এরকম ধারণা ছিল, নিজের এলবিডব্লিউ আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে তিনি দল নিয়ে মাঠ ছেড়েছিলেন। কিন্তু সানি জানালেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাঁকে ‘দূর হও’ বলার পরেই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।

গাওস্কর বলেন, ‘‘একটা ভুল ধারণা আছে, আমি নাকি এলবিডব্লিউ-এর সিদ্ধান্তে অখুশি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। কোনও সন্দেহ নেই, ওই সিদ্ধান্তটা ভুল ছিল। কিন্তু আমি যখন প্যাভিলিয়নে ফিরছি, তখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আমাকে বলল, ‘দূর হও’। এটা শোনার পরেই আমি ক্রিজে ফিরে এসে চেতনকে (চৌহান) বলি, আমার সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে।’’

সেবারের অস্ট্রেলিয়া সফরে ওই টেস্টে জিতে ভারত সিরিজে সমতা ফেরায়। তিন টেস্টের সিরিজ ১-১ ফলে শেষ হয়।

আরও পড়ুন: নতুন বছরেই নেটে রোহিত, প্রস্তুতি শুরু তৃতীয় টেস্টের

মেলবোর্নে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ছিল। ভারত প্রথম ইনিংসে ২৩৭ রান করে। গাওস্কর ১০ রান করেন। গুণ্ডাপ্পা বিশ্বনাথ ১১৪ রান করেন। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪১৯ রানে। অ্যালান বর্ডার ১২৪ রান করেন। ভারত দ্বিতীয় ইনিংসে ৩২৪ রান করে। তখনই ঘটনাটি ঘটে। ডেনিস লিলির বল গাওস্করের ব্যাটে লেগে প্যাডে লাগে। তা সত্ত্বেও আম্পায়ার এলবিডব্লিউ আউট দেন। ৭০ রানে তখন ব্যাট করছিলেন তিনি। চতুর্থ ইনিংসে কপিল দেব ৫ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে শেষ করেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস মাত্র ৮৩ রানে শেষ হয়ে যায়।

আরও পড়ুন: নবরূপে ওয়ার্নার, রজনীকান্তের বেশে স্বাগত নতুন বছরকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunil Gavaskar Aussies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE