অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮১ সালে মেলবোর্ন টেস্টে সুনীল গাওস্কর দল নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এতদিন পরে তিনি এর কারণ জানালেন। এরকম ধারণা ছিল, নিজের এলবিডব্লিউ আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে তিনি দল নিয়ে মাঠ ছেড়েছিলেন। কিন্তু সানি জানালেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাঁকে ‘দূর হও’ বলার পরেই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।
গাওস্কর বলেন, ‘‘একটা ভুল ধারণা আছে, আমি নাকি এলবিডব্লিউ-এর সিদ্ধান্তে অখুশি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। কোনও সন্দেহ নেই, ওই সিদ্ধান্তটা ভুল ছিল। কিন্তু আমি যখন প্যাভিলিয়নে ফিরছি, তখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আমাকে বলল, ‘দূর হও’। এটা শোনার পরেই আমি ক্রিজে ফিরে এসে চেতনকে (চৌহান) বলি, আমার সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে।’’
সেবারের অস্ট্রেলিয়া সফরে ওই টেস্টে জিতে ভারত সিরিজে সমতা ফেরায়। তিন টেস্টের সিরিজ ১-১ ফলে শেষ হয়।