শুরু থেকেই একাধিক গোলের সুযোগ নষ্ট করায় নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল পায়নি ইটালি। ফলে ইটালির সমর্থকরা ভেবেই নিয়েছিলেন খেলা ড্র হতে চলেছে। সেখান থেকে শেষ মুহূর্তে গোল করে দল জেতায় খুশি ইটালি কোচ রবের্তো মানচিনি। শেষ এগারো ম্যাচে এটি ইটালির দ্বিতীয় জয়। গত মে মাসে মানচিনি দায়িত্ব নেওয়ার পরে সৌদি আরবকে হারিয়েছিল ইটালি। তার পরে এটি ইটালির প্রথম জয়।
পোল্যান্ডের বিরুদ্ধে ইটালির গোলের পরে আবেগমথিত মুহূর্ত তৈরি হয় মাঠে। গোলের পরেই রেফারি খেলা শেষের বাঁশি বাজালে গোলদাতা বিরাগহি বার বার তেরো নম্বর দেখাচ্ছিলেন। পরে সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে বিরাগহি বলেন, ‘‘এই গোলটা আমার বন্ধু প্রয়াত দাভিদ আস্তোরিকে উৎসর্গ করলাম। আজ এই জায়গায় আসতে পেরেছি ওঁর জন্যই। অনেক কিছু শিখেছিলাম আস্তোরির কাছ থেকে। তাই ওঁর জার্সি নম্বর দেখাচ্ছিলাম গোল করে।’’ গত মার্চ মাসে আকষ্মিক প্রয়াণ ঘটে আস্তোরির। ৩১ বছরের এই ফুটবলার ফিয়োরেন্তিনা ক্লাবে সতীর্থ ছিলেন বিরাগহির।