Advertisement
০৮ মে ২০২৪
Jacob Martin appointed as Baroda coach

বরোদা রঞ্জি দলের কোচ হলেন জামিনে ছাড়া পাওয়া মার্টিন

ভারতের হয়ে খেলেছেন ১০টি একদিনের ম্যাচ। ২০০৯এ দিল্লি এয়ারপোর্ট থেকে ধরা পড়েন ‘হিউম্যান ট্র্যাফিকিং’এর কেসে। সেই জেকব মার্টিনকে রঞ্জি ট্রফির জন্য কোচ বেছে নিল বরোদা। এই মুহূতে জামিনে মুক্ত জেকবের বিরুদ্ধে ২০০৩টি কেস রয়েছে। যদিও দলের অনেক সিনিয়র প্লেয়ারই এই বিষয়টিকে মেনে নিতে পারছেন না।

জেকব মার্টিন।

জেকব মার্টিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৯
Share: Save:

ভারতের হয়ে খেলেছেন ১০টি একদিনের ম্যাচ। ২০০৯এ দিল্লি এয়ারপোর্ট থেকে ধরা পড়েন ‘হিউম্যান ট্র্যাফিকিং’এর কেসে। সেই জেকব মার্টিনকে রঞ্জি ট্রফির জন্য কোচ বেছে নিল বরোদা। এই মুহূতে জামিনে মুক্ত জেকবের বিরুদ্ধে ২০০৩টি কেস রয়েছে। যদিও দলের অনেক সিনিয়র প্লেয়ারই এই বিষয়টিকে মেনে নিতে পারছেন না। কয়েকজন সিনিয়র প্লেয়ার ও বরোদা ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন কর্তা মনে করছেন এই সিদ্ধান্ত লোধা প্যানেলের বিপক্ষে যাবে। লোধা কমিটির পক্ষ থেকে বিসিসিআইকে বলা হয়েছিল ক্রিমিনাল রেকর্ড আছে এমন কেউ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারবে না। কিন্তু ৪৪ বছরের মার্টিনের সঙ্গে রয়েছে বিরাট ইতিহাস। এখনও তিনি মুক্ত নন। আপাতত জামিনে মুক্ত হয়েছেন তিনি।

১৯৯৯-২০০০ মরসুমে ভারতের জার্সিতে বিদেশ সফরও করেছিলেন মার্টিন। পার্থে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৯ রানও করেছিলেন। বরোদার এক সিনিয়ার কতা বলেন, ‘‘এটা অনৈতিক। ও হতে পারে খুব ভাল ক্রিকেটার ছিল। কিন্তু ও সঠিক মানুষ নয়। বোর্ড একটা খারাপ উদাহরণ রাখল মার্টিনকে কোচ করে। বরোদায় আরও অনেক সিনিয়ার প্লেয়ার রয়েছে যাঁদের সহজেই এই জায়গায় নিতে পারত।’’

২০১১তে মার্টিনকে বাবরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর পরই তাঁর রেলের চাকরি চলে যায়। যদিও নিজের দোষ এখনও স্বীকার করেননি মার্টিন। দিল্লি এয়ারপোর্টে যখন ধরা পড়েন মাটিন তখন, নিমেশ কুমার নামে এক উঠতি ক্রিকেটারকে নকল পাসপোর্ট দিয়ে ইংল্যান্ড পাঠাচ্ছিলেন তিনি। আজওয়া স্পোর্টস ক্লাব নামে নিজের দলও তৈরি করেছিলেন জেকব মাটিন। এ বার দেখার রোদার এই পদক্ষেপ আদৌ মেনে নেয় কী না লোধা প্যানেল বা বিসিসিআই।

আরও খবর

দলীপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া ব্লু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jacob Martin Human Trafficking case Baroda coach
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE