অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পরেও শাস্তির ছায়া থেকে বেরিয়ে আসতে পারেননি ইয়ানিক সিনার। রবিবার অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ ফলে সিনার হারান জার্মানির আলেকজান্ডার জ়েরেভকে। এই নিয়ে নিজের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন সিনার।
কিন্তু তার পরেও কি চিন্তা দূর হবে এই ইটালীয় তারকার? এপ্রিলের ১৬-১৭ তারিখ কোর্ট অব আরবিট্রেশনে (ক্যাস) সিনারের ডোপ মামলার শুনানি হবে। সেই রায় যদি এই তাঁর বিরুদ্ধে যায়, তা হলে দু’বছর নির্বাসিত হতে পারেন সিনার।
কোর্টের বাইরেও সিনারকে কম লড়াই করতে হচ্ছে না। গত বছরে তাঁর ডোপিংয়ে জড়ানোর কথা সামনে আসার পরে টেনিস বিশ্বে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। টেনিসের দুর্নীতি দমন শাখা জানিয়েছিল, দু’বার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সিনার। তবে সিনারকে বড়সড় কোনও শাস্তি দেওয়া হয়নি। কারণ তিনি জানিয়েছিলেন, ভুল করে এই ঘটনা ঘটেছিল। এই নিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (ক্যাস) আবেদন করেছে ওয়াডা। যার শুনানি এপ্রিলে।
তাঁর বিরুদ্ধে চলা এই মামলা নিয়ে সিনার বলেছেন, ‘‘এই ধরনের ব্যাপার মাথা থেকে সরিয়ে দেওয়াটা সহজ নয়। আমার ভাগ্য ভাল, পাশে অনেককে পেয়েছি। আমার টিম ভরসা রেখেছিল। ওদের সঙ্গে আমি খোলা মনে কথা বলতে পারি।’’ বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় আরও বলেছেন, ‘‘আমার টিমের একটা অংশ দেশে আছে। আমার পরিবার। একই সঙ্গে ড্যারেন ক্যাহিলকে বলতে চাই, সম্ভবত এটাই কোচ হিসেবে আপনার শেষ অস্ট্রেলীয় ওপেন। দারুণ লাগছে এই ট্রফি জয়ের আনন্দ আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)