এই প্রথম টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশপ্রীত বুমরা। জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বুমরার একটি ভিডিও সোমবার টুইটারে আপলোড করেছে বিসিসিআই।
ওই ভিডিও বার্তায় বুমরাকে বলতে শোনা যাচ্ছে, “কেপটাউনে এটাই আমাদের প্রথম অনুশীলন। ব্যাটিং অর্ডার অনুযায়ী ব্যাটসম্যানরাও প্র্যাক্টিস করেছে। দারুণ অনুশীলন হয়েছে।”
দলে সুযোগ পেয়ে কেমন লাগছে? নিজের অনুভূতির কথাও জানিয়েছেন ২৪ বছরের বুমরা। তিনি বলেন, “আমার কাছে এটা দারুণ অনুভূতি। টেস্ট দলের সঙ্গে প্রথম বার দক্ষিণ আফ্রিকা সফর। ওডিআই দলে আমি ছিলাম। কিন্তু, ভারতীয় টেস্ট দলের একটা অংশ হতে পেরে ভাল লাগছে। সিনিয়র বোলার এবং বোলিং কোচের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে।”
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় প্রাকটিস উইকেট নিয়ে অসন্তুষ্ট বিরাটরা
আরও পড়ুন: কেপ টাউনের রাস্তায় বিরাটদের ভাঙড়া, দেখুন ভিডিও
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটসম্যানদের থেকেও বড় ভূমিকা থাকবে মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরা সমৃদ্ধ ভারতীয় পেস লাইনআপের। আর এই সফরে নিজেকে মেলে ধরতে মরিয়া যশপ্রীত।
VIDEO: From white to red: @Jaspritbumrah93's first foray with India's Test squad
— BCCI (@BCCI) January 1, 2018
What happened during India's first practice session in South Africa? Jasprit Bumrah, the latest entrant to the Test squad has all the answers.https://t.co/18ACICCJNQ #SAvIND