ভারতীয় দলের অন্যতম ভরসা তরুণ পেসার জসপ্রীত বুমরা। নতুন বলে রিভার্স সুইং থেকে ডেথ ওভারে ইয়র্কার, সব ক্ষেত্রেই টিম ইন্ডিয়াকে নির্ভরতা দিয়েছেন এই পেসার, জিতে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়ও। এ বার নিজের সিক্স প্যাকের ছবি পোস্ট করে টুইটারে আলোড়ন ফেলে দিলেন জসপ্রীত।
আরও পড়ুন: ৬ উইকেট হাতে নিয়েই ভারতকে প্রায় ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা
আরও পড়ুন: কোটলা টেস্ট হবে কি, তা নিয়ে সংশয়
শুক্রবার বাথরুমে তোলা নিজের একটি ছবি টুইট করে বুমরা লেখেন, “ক্রমাগত নিজের উন্নতি করতে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা প্রয়োজন।”
It takes dedication and hardwork to consistently improve yourself.💪💪#stayfit #RaiseTheBar pic.twitter.com/kHmOcwLut2
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) November 17, 2017
আর এর পরই টুইটারে বুমরাকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেন ক্রীড়াপ্রেমীর। ইয়র্কার স্পেশালিস্টের তকমা থেকে প্রেমের নিবেদন সবই আসতে থাকে এই একটি ছবিকে কেন্দ্র করে।
এক জন লেখেন, “ইয়র্কার বিশেষজ্ঞের সিক্স প্যাকও আছে দেখছি!”
এক জন সরাসরি নিজের ভালবাসার কথা জানিয়ে লেখেন, “তোমায় দেখতে দারুণ লাগছে বুমরা। তোমাকে ভালবাসি।”
wooo bumrah you are looking damn luv you more 💗👌🧐
— Sangavi (@itssanga977) November 17, 2017
নিজেদের ফিটনেস ধরে রাখতে অধিনায়ক বিরাট কোহালির দেখানো পথে অধিকাংশ ভারতীয় দলের ক্রিকেটারই এখন জিমে কাটানো সময়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। অধিনায়কের দেখানো পথে তিনি যে বেশ ভাল মতোই হাঁটছেন তা বুমরার এই ছবি থেকেই স্পষ্ট।