Advertisement
E-Paper

শুক্রবার প্রকাশিত হতে চলেছে নবম-দশমের তালিকা, অপেক্ষায় ‘যোগ্য’ থেকে নতুন প্রার্থীরা

নবম দশমে শূন্যপদ রয়েছে ২৩২১২। পরীক্ষা দিয়েছিলেন ২,৯৩,১৯২ জন। পরীক্ষা শেষ হয়েছিল ৭ সেপ্টেম্বর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:১৩
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

শুক্রবার প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশমের ইন্টারভিউ ‌ও তথ্য যাচাইয়ের জন্য কারা যোগ্যতা অর্জন করলেন তার তালিকা। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই তালিকা প্রকাশ হবে সন্ধ্যার পর।

এসএসসি তরফ থেকে জানানো হয়েছে তালিকা প্রকাশ করা হলেও নবম দশমের নথিযাচাই প্রক্রিয়া শুরু হবে একাদশ দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবার পর। নবম দশমে শূন্যপদ রয়েছে ২৩২১২। পরীক্ষা দিয়েছিলেন ২,৯৩,১৯২ জন। পরীক্ষা শেষ হয়েছিল ৭ সেপ্টেম্বর।

নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ২৪ নভেম্বর। তবে ‘যোগ্য’ থেকে নতুন প্রার্থীর অপেক্ষায় রয়েছেন বিষয়ভিত্তিক ন্যূনতম নম্বর কত নামে। তার কারণ ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা সুযোগ পাবেন না তাঁদের চাকরির মেয়াদ ৩১শে ডিসেম্বর পর্যন্ত। একাদশ দ্বাদশ শ্রেণিতে ১০০-বেশি ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা যাঁদের তালিকায় নাম নেই। এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই নবম দশমের পরীক্ষা দিয়েছেন। তাঁরা এখন তাকিয়ে এই তালিকার দিকেই।

মোট কতজন ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা ২০২৫ এসএলএসটি পরীক্ষায় মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করতে পেরেছেন তা অনেকটাই পরিষ্কার হবে শুক্রবারের তালিকা প্রকাশের পর।

SSC WB Teachers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy