আট বছর আগে লিভারপুল থেকে এসে বার্সেলোনার জার্সি গায়ে দিয়েছিলেন তিনি। তার পরে গত আট বছরে আর্জেন্তিনার সেই হাভিয়ের মাসচেরানো তাঁর স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ৩৩৪ ম্যাচ খেলে জিতেছেন ১৮ টি ট্রফি। অবশেষে বার্সায় শেষ হতে হলেছে সেই মাসচেরানো যুগ।
মেসির দেশের এই ফুটবলার এ বার চললেন চিনে। সেখানে হেবেই ফরচুন ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। যে চুক্তি পাকা হওয়ার পরেই বার্সার তরফে এ দিন বিদায় সংবর্ধনা দেওয়া হয় মাসচেরানোকে। যেখানে হাজির ছিলেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ-সহ গোটা বার্সেলোনা শিবির। হাজির ছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দেও। সতীর্থদের সামনে সংবর্ধনা নিয়ে আবেগে ভেসে যান মাসচেরানো। এক সময় চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। মঞ্চে বার্সেলোনা প্রেসিডেন্ট জড়িয়ে ধরেন মাসচেরানোকে। ক্লাবের তরফে তিনিই মাসচেরানোর হাতে তুলে দেন গত আট বছরে বার্সার পাওয়া ১৮টি ট্রফির সঙ্গে মাসচেরানোর ফ্রেমবন্দি ছবি।
বৃহস্পতিবার ঘরের মাঠ কাম্প ন্যু-তে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার ম্যাচ রয়েছে এস্প্যানিয়ল-এর বিরুদ্ধে। সেই ম্যাচেই প্রিয় সমর্থকদের বিদায় জানাবেন মাসচেরানো স্বয়ং। আর্জেন্তাইন এই ফুটবলার যে ক্লাব ছাড়তে চলেছেন, তা চলতি সপ্তাহের শুরুতেই নিজের ওয়েবসাইটে জানিয়েছিল বার্সেলোনা। কিন্তু ক্লাবের নাম জানানো হয়নি। এ বার তা প্রকাশ্যে এল।
আরও পড়ুন: প্রতিটি ম্যাচই আমাদের কাছে ডার্বির সমান: শিল্টন
চলতি মরসুমেই সেন্ট্রাল ডিফেন্সে জেরার পিকে-র পাশে মাসচেরানোকে সরিয়ে স্যামুয়েল উমতিতি-কে এনেছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। তখনই বোঝা গিয়েছিল মাসচেরানোর কাছে বার্সেলোনা ইনিংস শেষ হওয়ার পথে। বুধবার যা চূড়ান্ত হল।