Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports News

ন’নম্বরে ব্যাট করে খুশি জয়ন্ত যাদব

তিনিই প্রথম ভারতীয়। যাঁর ব্যাট থেকে ন’নম্বরে নেমেও এসেছে সেঞ্চুরি। সেই জয়ন্ত যাদব কিন্তু তাঁর জায়গা নিয়ে খুশিই। যাঁর ব্যাট ভূরি ভূরি রান সে কি না নামবে ন’নম্বরে। এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যার জবাব এদিন স্পষ্ট করেই দিয়ে দিলেন ভারতীয় দলের এই নবাগত অল-রাউন্ডার।

সে়ঞ্চুরির পর জয়ন্ত যাদব। ছবি: রয়টার্স।

সে়ঞ্চুরির পর জয়ন্ত যাদব। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ১৯:৪০
Share: Save:

তিনিই প্রথম ভারতীয়। যাঁর ব্যাট থেকে ন’নম্বরে নেমেও এসেছে সেঞ্চুরি। সেই জয়ন্ত যাদব কিন্তু তাঁর জায়গা নিয়ে খুশিই। যাঁর ব্যাট ভূরি ভূরি রান সে কি না নামবে ন’নম্বরে। এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যার জবাব এদিন স্পষ্ট করেই দিয়ে দিলেন ভারতীয় দলের এই নবাগত অল-রাউন্ডার। এসেছিলেন বল করতে। কিন্তু ব্যাট হাতেও বাজিমাত করে যাচ্ছেন প্রায় সব ম্যাচেই। এখনও পর্যন্ত খেলেছেন মাত্র তিনটি টেস্ট। এই সিরিজেই ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছে জয়ন্ত যাদবের। বলেন, ‘‘আমি সব সময়ই ব্যাটিংটা করতে পারি। সেই জুনিয়ার ক্রিকেট খেলার সময় থেকেই। ক্রমশ আমি এই জায়গাটা উন্নতি করেছি। আমার রঞ্জি ট্রফি দলের ভূমিকা রয়েছে এর পিছনে।’’ অষ্টম উইকেটে এদিন ২৪১ রানের রেকর্ড করে ফেলেছেন অধিনায়ক কোহালির সঙ্গে।

আরও খবর:- চতুর্থ দিনের শেষে ৪৯ রানে পিছিয়ে ইংল্যান্ড

২০৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন জয়ন্ত। যেখানে ছিল ১৫টি বাউন্ডারি। বিরাটের উপদেশ ছিল, রানের দিকে না দেখে যেমন হচ্ছে তেমন খেলে যাও। সেই বার্তা লক্ষ্য করেই বাজিমাত জয়ন্তর। বলেন, ‘‘ওরা বিরাটের বিরুদ্ধে খুব রক্ষনাত্মক ফিল্ডিং সাজিয়েছিল। আর এটা আমাকে সুযোগ করে দিচ্ছিল খারাপ বলগুলোকে কাজে লাগানোর। দুই ওভারের মাঝে আমরা আলোচনা করে নিচ্ছিলাম ম্যাচ নিয়ে।’’

আরও খবর:- শেষ টেস্ট খেলা হচ্ছে না শামি, ঋদ্ধির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jayanta Yadav India vs England Test Match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE