Advertisement
E-Paper

বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচই পরীক্ষার মঞ্চ জয়ন্ত, হার্দিকদের

টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষন করতে বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচকেই মঞ্চ বানাচ্ছেন হার্দিক পাণ্ড্য ও জয়ন্ত যাদব। রবিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে দু’দিনের অনুশীলন ম্যাচ। ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে নামবেন এই দু’জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৩
হার্দিক পাণ্ড্য ও জয়ন্ত যাদব।

হার্দিক পাণ্ড্য ও জয়ন্ত যাদব।

টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষন করতে বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচকেই মঞ্চ বানাচ্ছেন হার্দিক পাণ্ড্য ও জয়ন্ত যাদব। রবিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে দু’দিনের অনুশীলন ম্যাচ। ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে নামবেন এই দু’জন। টেস্ট ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর লিমিটের ওভারের ক্রিকেটে খেলেছেন হার্দিক। অন্যদিকে, জয়ন্ত খেলছিলেন সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার হয়ে। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন অভিনব মুকুন্দ। এই তিন জনের খেলাতেই নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে রবিবার এক কথায় পরীক্ষায় নামছেন এই তিনজন। তবে অভিনব মুকুন্দের সুযোগ আসতে পারে যদি লোকেশ রাহুল বা মুরলী বিজয়ের মধ্যে কাউকে বসাতে বাধ্য হয় অধিনায়ক। কিন্তু হার্দিক, জয়ন্তর জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ নিজেদের প্রমাণ করে টেস্ট দলে জায়গা করে নেওয়া। দু’জনেই অল-রাউন্ডার। যে কারণে, একজনকে অল-রাউন্ডারের কোটায় ব্যবহার করতে পারেন কুম্বলে-বিরাট।

অনুশীলন ম্যাচ খেলতে নামার আগের দিন অনুশীলনে বাংলাদেশ। ছবি: এএফপি।

শুধু এই তিনজনই নন, দেখে নেওয়ার তালিকায় রয়েছেন আরও অনেকে। এই অনুশীলন ম্যাচই নিজেদের প্রমাণ করার সব থেকে বড় মঞ্চ। রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি রান করা প্রিয়াঙ্ক পাঞ্চালকে দেখা যাবে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে। সামনে যদিও তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের মতো বোলার রয়েছেন। এই চ্যালেঞ্জ পেড়িয়ে যেতে পারলে জাতীয় দলের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে। এ ছাড়া সব থেকে বেশি নজরে থাকবেন ইশান কিষান ও ঋশভ পন্থ। নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন শাহবাজ নাদিমও।

আরও খবর: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝগড়া জুড়ে দিলেন শ্রীসন্থ-আকাশ চোপড়া

এই তালিকায় রয়েছেন দুই বাঁ হাতি সিমার অনিকেত চৌধুরী ও চামা মিলিন্দ। জাহির খান পরবর্তি সময়ে তাঁর পরিবর্ত হিসেবে তেমনভাবে কেউ উঠে আসেননি। যদিও আশিস নেহরা কিছুটা সাপোর্ট দিয়ে যাচ্ছে এখনও। বিরাট কোহালির এই দল সাফল্যের তুঙ্গে রয়েছে অনেকদিন ধরেই। এই মুহূর্তে সেরা কম্বিনেশন ভেঙে নতুন কাউকে জায়গা করে দেওয়ার মতো ঝুঁকি দেখাবে না টিম ম্যানেজমেন্ট। তবে, তৈরি রাখতে হবে পরবর্তি প্রজন্মকে। যাতে যখনই পরিবর্তনের প্রয়োজন হবে তখন যাতে সমস্যায় পড়তে না হয়।

ভারতীয় ‘এ’ দল: অভিনব মুকুন্দ (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্চাল, শ্রেয়াস আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, ঋশভ পন্থ, ইশান কিষান (উইকেট কিপার), বিজয় শঙ্কর, হার্দিক পান্ড্য, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অনিকেত, চৌধুরী, চামা মিলিন্দ, নিতিন সাইনি (উইকেট কিপার)।

Hardik pandya Jayanta Yadav India Vs Bangladesh Practise Match
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy