তাঁর অধিনায়কত্বে সদ্য রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র। আর তার পরই বাগদানের ঘোষণা করলেন জয়দেব উনাদকাট।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন উনাদকাট। যেখানে তাঁকে দেখা গিয়েছে বান্ধবী রিনির সঙ্গে। রিনিও ‘আপডেট’ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে লিখেছেন, “ভালবাসা খুঁজে পেয়েছি আমি।” সৌরাষ্ট্র দলে উনাদকাটের সতীর্থ ও জাতীয় দলের ক্রিকেটার চেতেশ্বর পূজারা তাঁকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন।
সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে উনাদকাট শুধু অধিনায়ক হিসেবেই সাফল্য পাননি। তিনি পেসারের ভূমিকাতেও সফল। এই মরসুমে রঞ্জিতে তিনি নিয়েছেন ৬৭ উইকেট। যা রঞ্জিতে এক মরসুমে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয়। তবে পেসার হিসেবে রঞ্জিতে এক মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁরই।
আরও পড়ুন: হয়তো বোর্ড আমার পারফরম্যান্সে খুশি নয়, বলছেন ধারাভাষ্যকারের পদ থেকে বাদ পড়া মঞ্জরেকর
আরও পড়ুন: প্রাপ্য সম্মান পাননি দ্রাবিড়-লক্ষ্মণ, দাবি ওয়াসিম জাফরের
6 hours, 2 meals & 1 shared mud cake later.. 💍❤️ pic.twitter.com/SEvHFDQwru
— Jaydev Unadkat (@JUnadkat) March 15, 2020
Welcome to the family Rinny. I am so glad that my brother @JUnadkat has found the love of his life. 🤗
— cheteshwar pujara (@cheteshwar1) March 15, 2020
P:S - You have to deal with a lot of bromance pic.twitter.com/X9aZxFfm0o