ভারতীয় ফুটবলে ডিফেন্ডাদের কাছে শুধু নন, জেজে লালপেখলুয়াকে নিয়ে এখন আতঙ্কে চোরা মাছ শিকারিরাও! মিজ়োরামের মডেল ভেং নাথিয়াল গ্রামের মৎসজীবীদের ত্রাতা হয়ে উঠেছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার। তুইচাং নদী থেকে বেআইনি ভাবে মাছধরা আটকাতে করোনার ত্রাসকে তুচ্ছ করে বন্ধুদের নিয়ে দিন-রাত পাহারায় ব্যস্ত জেজে।
মিজ়োরামের রাজধানী আইজ়ল থেকে প্রায় পাঁচ ঘণ্টার দূরত্বে মডেল ভেং নাথিয়ালেই জন্ম জেজের। গ্রামের অধিকাংশ মানুষই সরকারি চাকরি করেন। বাকিরা সংসার চালান তুইচাং নদীতে ধরা মাছ বিক্রি করে। কিন্তু গত কয়েক বছরে ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। চোরা মাছ শিকারিদের দাপটে রোজগার কমে গিয়েছে স্থানীয় মৎসজীবীদের। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্যও। সেই দুর্নীতি রুখতেই সতীর্থদের নিয়ে মাঠে নেমে পড়েছেন ফুটবল তারকা।
শনিবার সন্ধ্যায় যখন জেজে-কে ফোনে ধরা হল, তখন তিনি প্রস্তুতি নিচ্ছেন নদীর ধারে টহল দিতে যাওয়ার। আনন্দবাজারকে মিজ়ো স্ট্রাইকার বললেন, “মৎসজীবীরা ছাড়াও গ্রামের অন্যান্য মানুষ বরাবরই তুইচাং নদী থেকে মাছ ধরেন প্রয়োজন অনুযায়ী। কিন্তু গত কয়েক বছর তা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। অবাধে মাছ ধরা চলছে। বার বার অনুরোধ করা সত্ত্বেও তা বন্ধ করা যায়নি। এর ফলে নদীতে মাছের সংখ্যা ভীষণ ভাবেই কমতে শুরু করেছিল।” যোগ করলেন, “মডেল ভেং নাথিয়ালের ইয়ং মিজ়ো অ্যাসোসিয়েশনের তরফে বছরখানেক আগেই উদ্যোগ নেওয়া হয় মাছের চোরা শিকার বন্ধ করার। অতিমারির জন্য ফুটবল বন্ধ। ওদের সঙ্গে আমিও যোগ দিয়েছি।”