টেস্টে চতুর্থ দ্বিশতরান করলেন জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ চালু হওয়ার পর থেকে, অর্থাৎ গত দেড় বছরে এটাই রুটের প্রথম দ্বিশতরান। বর্তমান ক্রিকেটের চারমূর্তি হিসেবে যাঁদের ধরা হয়, সেই বিরাট কোহালি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং রুটের মধ্যে শুধু ইংরেজ অধিনায়কেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিশতরান করা বাকি ছিল এতদিন। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে অবশেষে কাঙ্ক্ষিত দ্বিশতরান পেলেন।
ইংরেজ অধিনায়ক হিসেবেও একাধিক কীর্তি তাঁর নামের পাশে জুড়ল। প্রথম ইংরেজ অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিতীয় বার দ্বিশতরান করলেন তিনি। পাশাপাশি, শ্রীলঙ্কায় কোনও ইংরেজ ব্যাটসম্যান হিসেবে তাঁর ২২৮ রানই সর্বোচ্চ।
এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। চারমূর্তির মধ্যে বাকিদের থেকে অনেক এগিয়ে স্মিথ। ১৩ ম্যাচে ১২৮৬ রান করে তিনি দ্বিতীয় স্থানে। প্রথমে তাঁরই সতীর্থ মার্নাস লাবুশানে। ১৫ ম্যাচে ১০৯৪ রান করে রুট চারে। ৯ ম্যাচে ৮১৭ রান নিয়ে সাত নম্বরে উইলিয়ামসন। ১০ ম্যাচে ৭০৫ রান করে অনেকটা পিছিয়ে কোহালি রয়েছেন চতুর্দশ স্থানে।