কিংবদন্তি জন ম্যাকেনরো মনে করেন, রাফায়েল নাদালের মুখে বারবার পায়ের চোটের কথা শোনা অন্যদের কাছে ক্লান্তিকর হয়ে উঠতে পারে। যোগ করেছেন, চোটের কথা নোভাক জোকেভিচও বলেন। তবে দু’জনের দৃষ্টিভঙ্গি ভিন্ন।
ম্যাকেনরোর কথায়, ‘‘আমি বলব, ওদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। জোকোভিচ খোলাখুলি বলে, ও সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিততে চায়। আর নাদাল বলে, কোনও কিছুতেই ওর এসে যায় না। তবু পয়েন্ট আর ম্যাচ জিততে নিজেকে উজাড় করে দেয়।’’
তাঁর সংযোজন, ‘‘অন্য দৃষ্টিভঙ্গি নিয়েই ওরা চলে। একবার ভাবুন, দু’জনে মিলে মোট ক’টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে! তাই আমি মনে করি, যার যেমন মানসিকতা সেটা নিয়েই খেলা উচিত। মাঝে মধ্যে মনে হয়, বারবার চোটের কথা শোনা অন্যদের কাছে ক্লান্তিকর হয়ে উঠতে পারে। রাফা যেমন বলে থাকে, ওর পা-এ নাকি কোনও অনুভূতিই নেই!’’