তৃতীয় টেস্টটা ভাল যাচ্ছে না ইংল্যান্ডের। টস জিতে ফিল্ডিং নিলেও ব্যাট হাতে তেমনভাবে কিছুই করতে পারেনি প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করে অনেকটাই এগিয়ে গিয়েছে। এর মধ্যেই জোড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হল জনি বেয়ারস্টোকে।
ট্রেন্টব্রিজে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। ৪৪ ওভারে বল করছিলেন জেমস অ্যান্ডারসন। ব্যাট হাতে তখন চেতেশ্বর পূজারা। উইকেটের পিছনে সেই বল ধরতে গিয়েই আঙুলে চোট পান বেয়ারস্টো। ব্যথায় কুঁকড়ে যান। হাত ধরে মাটিতে লুটিয়ে পড়েন। তখনই বোঝা গিয়েছিল চোট ছোট নয়। এর পর বেয়ারস্টোকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর জায়গায় উইকেট কিপিং করতে নামেন জোস বাটলার।
বেয়ারস্টোকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্ক্যান করার পর জানা যায় বাঁ হাতের মাঝের আঙুলে অল্প হলেও চির রয়েছে আঙুলে। ইসিবির তরফে এই তথ্য জানা গিয়েছে। হাসপাতাল থেকে ফিরে দলের খেলাও দেখেন বেয়ারস্টো। হাতে বরফ মোরা ছিল। উইকেট কিপিং না করলেও যদি প্রয়োজন হয় তা হলে ব্যাট হাতে নামার সম্ভাবনা রয়েছে বেয়ারস্টোর। বেয়ারস্টোর দখলেই রয়েছে এই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান— যা বিরাট কোহালির ঠিক পরেই। বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে ২০৯ রান। সঙ্গে দুটো হাফ সেঞ্চুরিও।
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই রেকর্ড, ঋদ্ধির চাপ বাড়িয়ে দিলেন ঋষভ
(এই প্রতিবেদন প্রথম বার প্রকাশের সময় এই সিরিজে বেয়ারস্টোরের দখলে সর্বোচ্চ রান আছে বলে লেখা হয়, যা সঠিক নয়। পাঠকদের ধন্যবাদ এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।)