Advertisement
১৭ মে ২০২৪
Jonty Rhodes

কোহালির সঙ্গে সচিনের তুলনা ‘না-পসন্দ’ জন্টির

সচিনের সঙ্গে কোহালির তুলনা যে একদমই ঠিক না, তা বুধবার জানিয়ে দিলেন কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস।

জন্টি রোডস। ছবি: সংগৃহীত।

জন্টি রোডস। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ২৩:২৬
Share: Save:

নিজের ক্রীড়াশৈলি এবং দক্ষতার মধ্যে দিয়ে বিরাট কোহালি বারবারই প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া। ফিট থাকলে তিনি ভাঙতে পারেন যে কোনও কিংবদন্তির রেকর্ড তাও প্রমাণ করেছেন বহু বার। কোহালির এই ফর্মে ইতিমধ্যেই তাঁকে নিয়ে তুলনা শুরু হয়ে গিয়েছে সচিন তেন্ডুলকরের সঙ্গেও।

আরও পড়ুন:বিরাটের সঙ্গে তুলনা ‘না-পসন্দ’ বাবরের

তবে, সচিনের সঙ্গে কোহালির তুলনা যে একদমই ঠিক না, তা বুধবার জানিয়ে দিলেন কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস। বুধবার একটি অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার বলেন, “আমি রেকর্ডে বিশ্বাসী নই, এবং বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের তুলনা করাটাও আমার কাছে যুক্তিসঙ্গত নয়। বেশ কয়েকদিন ধরে বিরাটের সঙ্গে সচিনের তুলনা করা হচ্ছে। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি মনে করি না দু’জনের কোনও তুলনা হতে পারে।” তিনি আরও বলেন, “বিরাট এবং সচিন দু’জনেই মহান ক্রিকেটার। তবে, দু’জনের খেলার ধরন আলাদা। সচিন সচিনের মতো, বিরাট বিরাটের মতো।”

আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজম শেঠী

সচিনের মতো ভারতের হয়ে কোহালি বেশি দিন খেলা চালিয়ে যেতে পারবেন কি না সেই বিষয়ও সন্ধিহান দেখায় জন্টিকে। তিনি বলেন, “১৬ বছর বয়সে ভারতের হয়ে প্রথম মাঠে নামে লিটিল মাস্টার। প্রায় ৪০ বছর পর্যন্ত ভারতীয় দলের অন্যতম মুখ ছিল সচিন। ভারতের হয়ে ২৪ বছর ক্রিকেট খেলেছেন উনি। আমি জানি না আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করে অত দিন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবে কি না কোহালি।”

বর্তমানে তামিলনাডু প্রিমিয়ার লিগের দল রুবি ট্রিচি ওয়ারিয়ার্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন জন্টি রোডস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE