আগাস্টা মাস্টার্সে গল্ফ বিশ্বকে চমকে দিয়ে সবুজ জ্যাকেটের মালিক হয়েছিলেন। সেই সাফল্য যুক্তরাষ্ট্র ওপেনেও ধরে রেখে গল্ফের নতুন মহানায়ক জর্ডন স্পিয়েথ! ‘গোল্ডেন কিড’ ডাক নামটা যে ভুল নয়, সেটা বুঝিয়ে চেম্বার্স বে কোর্সে শেষ রাউন্ডে স্বদেশি ডাস্টিন জনসনকে এক শটে নাটকীয় হারিয়ে যিনি জিতে নিলেন মরসুমের দ্বিতীয় মেজর। টেক্সাসের স্পিয়েথের মতো মাত্র একুশ বছর বয়সে দু’টি মেজর জেতার নজির আর নেই। এক মরসুমে প্রথম দুই মেজর জিতেছেন শুধু পাঁচ কিংবদন্তি। বেন হোগান, আর্নল্ড পামার, ক্রেগ উড, জ্যাক নিকোলাস এবং টাইগার উডস। ২০০২ সালে মাস্টার্স আর যুক্তরাষ্ট্র ওপেন শেষ জেতেন টাইগার উডস। প্রতীকী মনে হতেই পারে। কিন্তু যে টুর্নামেন্টে প্রথম রাউন্ডে বিস্ময়কর দশ শটে পিছিয়ে কাটই পেলেন না উডস, সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্পিয়েথ। ব্যাটনটা উডসের হাত থেকে একুশ বছরের ছেলের হাতে চলে যেতে দেখছেন অনেকেই।