Advertisement
০২ মে ২০২৪

লক্ষ্মীদের উন্নতি ঘটলেও বোর্ডের ফাঁসে বন্দি জুনিয়র ক্রিকেট

বুচিবাবু ট্রফিতে লক্ষ্মীরতন শুক্ল-র বাংলার যখন ধীরে-ধীরে উন্নতি ঘটছে, তখন বোর্ডের টালবাহানায় জুনিয়র টিম নিয়ে বিভ্রান্তি বাড়ছে বাংলা ক্রিকেটে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০৩:০২
Share: Save:

বুচিবাবু ট্রফিতে লক্ষ্মীরতন শুক্ল-র বাংলার যখন ধীরে-ধীরে উন্নতি ঘটছে, তখন বোর্ডের টালবাহানায় জুনিয়র টিম নিয়ে বিভ্রান্তি বাড়ছে বাংলা ক্রিকেটে।

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিশ্রী হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর পরবর্তী দু’টো ম্যাচে উন্নতি ঘটছে লক্ষ্মীদের। তামিলনাড়ুর কাছে হেরে গেলেও সেটা ছিল সামান্য রানে। প্রায় চারশো তাড়া করে। অসমের বিরুদ্ধে বৃহস্পতিবার বাংলাই দাপট দেখাল। প্রতিপক্ষকে ২৫৭ রানে শেষ করে দিয়ে (যদিও টুর্নামেন্টের পরের পর্বে যাওয়ার সম্ভাবনা খুব কম)। বাংলা অধিনায়ক লক্ষ্মী (অসুস্থতার জন্য এ দিন খেলেননি) চেন্নাই থেকে ফোনে বলেও দিলেন, “টুর্নামেন্টটা খেলায় দু’এক জন জুনিয়রকে ম্যাচে দেখে নেওয়া গেল। ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হওয়ার আগে যেটা দরকার।” সিএবি তখন আবার অগস্টের শেষে পৌঁছেও জানতে পারল না, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭ বা অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট শুরু কবে থেকে।

কারণ বোর্ড রঞ্জি বা বিজয় হাজারের দিনক্ষণ ঘোষণা করলেও জুনিয়র ক্রিকেটের কোন টুর্নামেন্ট কবে, সে সব কিছুই জানায়নি। আর কবে সেটা আসবে, সেটাও বারবার চিঠি পাঠিয়ে বা বোর্ড কর্তাদের ফোন করে জানা যাচ্ছে না।

দিন পনেরো আগে ঘরোয়া জুনিয়র টুর্নামেন্টের সূচি চেয়ে বোর্ড সচিব সঞ্জয় পটেলকে চিঠি পাঠিয়েছিল সিএবি। চিঠির উত্তরে বোর্ড সচিব জানিয়ে দেন, কয়েক দিনের মধ্যেই সেটা বলা হবে। কিন্তু তার পর পনেরো দিন পেরিয়ে গেলেও কিছু জানানো হয়নি। “মুশকিল হচ্ছে আমাদের। জুনিয়র কোচরা জানতে চাইছেন, কবে থেকে বোর্ড টুর্নামেন্ট শুরু হচ্ছে। অথচ আমাদের কাছে উত্তর নেই,” বলে দিচ্ছেন সিএবি যুগ্ম-সচিব সুবীর গঙ্গোপাধ্যায়। সবচেয়ে বেশি বিভ্রান্তি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট নিয়ে। কারণ সেখানে আবার বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, সিনিয়র টিমের তিন ক্রিকেটার খেলতে পারবেন। কিন্তু সেটা কবে থেকে শুরু, রঞ্জির (৭ ডিসেম্বর থেকে শুরু) গায়ে-গায়েই চলবে কি না, কেউ জানে না।

রঞ্জির আগে সিএবি আবার চেষ্টা করছিল, বাংলার সিনিয়র টিমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে টুর্নামেন্ট খেলিয়ে আনার। সিএবি যুগ্ম-সচিব সৌরভ গঙ্গোপাধ্যায় যে প্রস্তাব দিয়ে যান। সেপ্টেম্বরে টুর্নামেন্ট করার চেষ্টা হচ্ছিল শ্রীলঙ্কায়, কারণ বাংলায় মাঠ তখনও প্রস্তুত থাকে না। কিন্তু এ দিন শ্রীলঙ্কা বোর্ড আবার জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরে টুর্নামেন্ট সম্ভব নয়। অক্টোবর হলে ঠিক আছে। শোনা যাচ্ছে, সেক্ষেত্রে লক্ষ্মীদের শ্রীলঙ্কা সফর বাতিল করে ইডেনেই অক্টোবরের শেষ দিকে ভিন রাজ্যের টিম এনে টুর্নামেন্ট হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE