Advertisement
০৬ মে ২০২৪

ম্যান সিটি মরসুমে চতুর্মুকুট জিতবে, মনে করেন না ক্লপ

ম্যাঞ্চেস্টার সিটি যে এ বার চতুর্মুকুট জিতবেই, এখনই তা মানতে নারাজ লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ।

লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ। ছবি: এএফপি।

লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০৩:১০
Share: Save:

ম্যাঞ্চেস্টার সিটি যে এ বার চতুর্মুকুট জিতবেই, এখনই তা মানতে নারাজ লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ।

পেপ গুয়ার্দিওলার ক্লাব সম্পর্কে তাঁর মূ্ল্যায়ন, ‘‘ম্যান সিটিই যে এখন বিশ্বের সেরা দল এটা মানছি। তা নিয়ে কোনও দ্বিমতও নেই। তাই বলে ওরা সব ট্রফি পাবে এটা মানতে রাজি নই। মনে রাখবেন, লিভারপুলও প্রতিটি ম্যাচে লড়াই করবে।’’

ম্যাঞ্চেস্টার সিটি ইতিমধ্যেই লিগ কাপ জিতেছে। প্রিমিয়ার লিগ টেবলের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেও উঠেছে। এফ এ কাপের শেষ চারে পৌঁছেছে। ফলে চারটি ট্রফি জেতার সম্ভবনা রয়েছে তাদের। বলা যায়, ক্লাব ফুটবলে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে গুয়ার্দিওয়াল দল। ‘‘ওদের দলকে সত্যিই বিশ্বের সেরা দলের মতো দেখাচ্ছে। আপনি ভাবতেই পারেন যে, ওদের আটকাবে কে? কিন্তু কেউ কি এটা নিশ্চিত ভাবে বলতে পারবেন ওরা সব ম্যাচ জিতবে? যদি কেউ বলেনও তবু আমি তাঁর কথা বিশ্বাস করি না,’’ পরিষ্কার বলে দিলেন ক্লাপ।

ম্যান সিটি লিগ টেবলের শীর্ষে থাকলেও প্রিমিয়ার লিগে লিভারপুল রয়েছে খেতাবের লড়াইতে। ক্লপ নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে টেনে এনেছেন লিয়োনেল মেসির বার্সেলোনা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসকেও। বলে দিয়েছেন, ‘‘ভিয়ারিয়ালের সঙ্গে বার্সেলোনার কিছু সমস্যা হয়েছে হয়তো মঙ্গলবার। কিন্তু লিয়োনেল মেসিরা নিজেদের কাজটা করে যাচ্ছে। আবার জুভেন্তাসকেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ দেখাচ্ছে। কিন্তু কেউ কি নিশ্চিত করে বলতে পারবে ক্রিশ্চিয়ানোরা চ্যাম্পিয়ন হবেই।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ম্যান সিটির দিকে সবার নজর থাকলেও লিভারপুল কিন্তু প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে ভাল জায়গায় আছে। য়ুর্গেন ক্লাপ তাই চাইছেন না, তাঁর ছাত্ররা এখনই শূন্যে ভাসুক। বরং তিনি চান তাঁরা মাটিতে পা রেখে চলুক। ‘‘আমি চাই শুধু আমাদের খেলাটা নিয়ে ভাবতে। সব ম্যাচ জেতা ছাড়া লিভারপুলের আর কিছু করার নেই। জিতে যেতে হবে। ছেলেদের েসটাই বোঝাচ্ছি। তবে শেষ পর্যন্ত কী হবে তা কেউ বোধহয় বলতে পারবে না,’’ মন্তব্য ক্লপের।

তাঁর আরও কথা, ‘‘আমরা জানি প্রিমিয়ার লিগে আমাদের পরের প্রতিপক্ষ সাউদাম্পটন। তার পরের একে একে খেলতে হবে পোর্তো, চেলসির সঙ্গে। তার পরে আবার পোর্তো। আরও ম্যাচ আছে। সত্যিই ঠাসা সূচি। ফুটবলারদের কাছে যা মারাত্মক ধকলের। আমি শুধু একটা কথাই বলতে পারি, জেতার জন্য আমরা পুরোপুরি তৈরি। ছেলেরাও গত বারের ভুল থেকে শিক্ষা নিয়েছে। সে ভাবেই ওরা নিজেদের তৈরি করেছে। অনুশীলনে খাটছেও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Jurgen Klopp Manchester City
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE