Advertisement
০৬ মে ২০২৪

ব্যতিক্রমী ফুটবলের স্বপ্ন ক্লপের

মহম্মদ সালাহর স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিন্তু প্রিমিয়ার লিগের জন্য ‘মিশরের মেসি’ সেই স্বপ্ন বিসর্জন দিতেও রাজি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০২:১৬
Share: Save:

মহম্মদ সালাহর স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিন্তু প্রিমিয়ার লিগের জন্য ‘মিশরের মেসি’ সেই স্বপ্ন বিসর্জন দিতেও রাজি। ‘‘ছোট থেকে স্বপ্ন দেখেছি চ্যাম্পিয়ন্স লিগ জেতার। কিন্তু লিভারপুলে এখন যা পরিবেশ তাতে ওখানকার মানুষ প্রিমিয়ার লিগের জন্য সব কিছু ছাড়তে রাজি,’’ মন্তব্য করেছেন সালাহ। যোগ করেছেন, ‘‘তাই প্রিমিয়ার লিগের জন্য আমিও চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নকে সরিয়ে রাখতে পারি।’’

বুধবার মিউনিখে লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। অ্যানফিল্ডে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। নিজেদের মাঠে বায়ার্ন যে ভয়ঙ্কর, বলে দিয়েছেন লিভারপুলের জার্মান ম্যানেজার য়ুর্গেন ক্লপ স্বয়ং। তাঁর মন্তব্য, ‘‘আমরা প্রিমিয়ার লিগে ভাল খেলছি এটা ঘটনা। কিন্তু শুধু ভাল খেলা দিয়ে ওদের মাঠে বায়ার্নকে হারানো যাবে না। আমাদের ব্যতিক্রমী ফুটবল খেলতে হবে। ওদের নিজেদের মাঠ। আমাদের পায়ে বল এলেই গ্যালারি বাঁশি বাজাতে শুরু করবে। মাঠের বাইরেও বায়ার্নের পুরো দলটা কাজ করবে। তাই ওদের বিরুদ্ধে অ্যালিয়াঞ্জে জেতাটা মারাত্মক কঠিন। সেটাই বলছি ছেলেদের।’’ ক্লপের ভয় বায়ার্নের রবার্ট লেয়নডস্কিকে নিয়েও। ‘‘রবার্টের তুলনা হয় না। একেবারে বিশ্বমানের ফুটবলার। ওর স্কিল অন্য রকমের। যা যে কোনও ভাবে রুখে দেওয়া যায় না,’’ বলেছেন ক্লপ।

এমন নয় যে লিভারপুলের জার্মান ম্যানেজার হাল ছেড়ে দিচ্ছেন। তাঁর কথা, ‘‘মোটেই আমরা নেতিবাচক জায়গায় নেই। থাকলে প্রিমিয়ার লিগে এখন এই অবস্থায় থাকতাম না। অথচ মরসুম শুরুর আগে আমাদের কেউ নম্বরই দিতে চায়নি। প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ এক নয় জানি। কিন্তু মনেপ্রাণে বিশ্বাস করি, প্রিমিয়ার লিগে পারলে ওরা চ্যাম্পিয়ন্স লিগেও হতাশ করবে না।’’ লিভারপুলের দরকার অ্যাওয়ে গোল। তাদের ভয় অবশ্য একজনকে নিয়েই। তিনি এই মরসুমে ২৬ গোল করা পোলিশ স্ট্রাইকার লেওনডস্কি।

আজ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ বনাম লিভারপুল।

বার্সেলোনা বনাম লিয়ঁ। (রাত দেড়টা, সোনি টেন ওয়ান ও টেন টু চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE