Advertisement
০৫ মে ২০২৪

কটাক্ষ সালাহকে, চেলসি সমর্থকদের আক্রমণ ক্লপের

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে সালভিয়া প্রাগকে ১-০ হারিয়ে উজ্জীবিত চেলসি। ৮৬ মিনিটে একমাত্র গোলটি করেন মার্কো আলোন্সো।

সফল: গোলের পরে উচ্ছ্বাস আলোন্সো ও জিহুর। প্রাগে। এএফপি

সফল: গোলের পরে উচ্ছ্বাস আলোন্সো ও জিহুর। প্রাগে। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ০৫:২৪
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগে ধুন্ধুমার লড়াই রবিবার। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুল ঘরের মাঠে নামছে চেলসির বিরুদ্ধে। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে দুই শিবিরেই উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে সালভিয়া প্রাগকে ১-০ হারিয়ে উজ্জীবিত চেলসি। ৮৬ মিনিটে একমাত্র গোলটি করেন মার্কো আলোন্সো। কিন্তু লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপের দুশ্চিন্তার প্রধান কারণ চেলসির সমর্থকেরা! প্রাগে সালভিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারিতে কয়েক জন সমর্থক সারাক্ষণ লিভারপুল তারকা মহম্মদ সালাহকে বিদ্রুপ করে গান করেন। গানের কথা ছিল ‘সালাহ বোমারু’। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চেলসি কর্তৃপক্ষ অভিযুক্ত ছয় জনের মধ্যে তিন জনকে চিহ্নিত করে তাঁদের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। তাতেও ক্ষোভ কমেনি ক্লপের। তিনি বলেছেন, ‘‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি মনে করি, এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের স্টেডিয়ামে ঢুকতেই দেওয়া উচিত নয়। ফুটবল এমন একটা মঞ্চ, যেখানে সবাই একসঙ্গে কাজ করে। কে কোথা থেকে এসেছে। তার বংশপরিচয় কী, তা নিয়ে কেউ ভাবে না।’’

ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলার অস্বস্তি বাড়াচ্ছে অন্দরমহলের অশান্তি। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে হারের পরেই মিডফিল্ডার ইলখাই গুন্দোয়ান সমালোচনা করেছেন গুয়ার্দিওলার রণনীতির। তিনি বলেছিলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় ম্যান সিটি কখনওই বড় দল নয়। টটেনহ্যামের বিরুদ্ধে আমরা যেন ভয়ে ভয়ে খেলছিলাম।’’ এখানেই শেষ নয়। গুন্দোয়ানের তোপ, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সব সময় চাপে পড়ে যাই।’’

৩৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে বারো নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হওয়ার আগে গুন্দোয়ানের সমালোচনার জবাব দিলেন গুয়ার্দিওলা। তিনি বলেছেন, ‘‘আমি ওর সঙ্গে একেবারেই একমত নই। দ্বিতীয়ার্ধে ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। টটেনহ্যাম কিন্তু অনেক ভাল দল শালকের চেয়ে।’’

গুয়ার্দিওলার বিরুদ্ধে তোপ দেখেছেন স্যামুয়েল এটো-ও। ম্যান সিটি ম্যানেজার সব সময়ই বলেন, বার্সেলোনায় তাঁর সাফল্যের নেপথ্যে মূল কারিগর ছিলেন লিয়োনেল মেসি। ক্ষুব্ধ এটো বলেছেন, ‘‘বার্সেলোনার সাফল্যের কান্ডারি মেসি নয়, আমি ছিলাম। এ রকম মন্তব্য করার জন্য গুয়ার্দিওলাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে।’’ ২০০৮-’০৯ মরসুমে গুয়ার্দিওলার কোচিংয়েই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা। ফাইনালে গোল করেছিলেন মেসি ও এটো।

প্রাক্তন ছাত্রের সমালোচনার জবাব দেননি ম্যান সিটি ম্যানেজার। তাঁর ভাবনায় শুধুই ক্রিস্টাল প্যালেস। দলকে জেতাতে প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত দেন গুয়ার্দিওলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Chelsea Liverpool Jurgen Klopp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE