Advertisement
E-Paper

সুব্রত কাপে রাজ্য চ্যাম্পিয়ন কালনার স্কুল, লক্ষ্য দিল্লি

পর পর দু’বার সুব্রত কাপে বাংলা সেরা হল কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়। গত বছর অবশ্য জাতীয় পর্যায়ের খেলায় দ্বিতীয় ম্যাচেই হার স্বীকার করতে হয়েছিল। এ বার আবার নতুন স্বপ্ন নিয়ে দিল্লি যাচ্ছে বর্ধমানের অখ্যাত গ্রামের এই স্কুলটি।

কেদারনাথ ভট্টাচার্য

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৫
জয়ের পরে। —নিজস্ব চিত্র।

জয়ের পরে। —নিজস্ব চিত্র।

পর পর দু’বার সুব্রত কাপে বাংলা সেরা হল কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়। গত বছর অবশ্য জাতীয় পর্যায়ের খেলায় দ্বিতীয় ম্যাচেই হার স্বীকার করতে হয়েছিল। এ বার আবার নতুন স্বপ্ন নিয়ে দিল্লি যাচ্ছে বর্ধমানের অখ্যাত গ্রামের এই স্কুলটি।

গত রবিবার নদিয়ার একটি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় সুব্রত কাপের রাজ্য পর্যায়ের ফাইনাল। সেখানে হুগলির বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে হারায় কৃষ্ণদেবপুর। ১৬ সেপ্টেম্বর থেকে দিল্লিতে ৩২টি স্কুলকে নিয়ে শুরু হবে সুব্রত কাপের জাতীয় প্রতিযোগিতা। গত বার রাজ্য পর্যায়ে চ্যাম্পিয়ন হবার সুবাদে এ বছর অনুর্ব্ধ ১৪ বিভাগের রাজ্য পর্যায়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল এই স্কুল।

কালনা মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমরেন্দ্রনাথ সরকারের দাবি, “বর্ধমান জেলার ইতিহাসে এই প্রথম কোনও স্কুল সুব্রত কাপের রাজ্য পর্যায়ে পর পর দু’বার চ্যাম্পিয়ন হল। এই স্কুলটি শুধু জেলার নয়, রাজ্যের গর্ব। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এদের পাশে আছি।”

স্কুল সূত্রে জানা গিয়েছে, রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম থেকেই ছিল শক্ত চ্যালেঞ্জ। প্রথম খেলায় তাদের মুখোমুখি হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার রাজীবপুর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ে সেই খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয় কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালে উত্তর ২৪ পরগনার যাত্রাগাছি প্রণবানন্দ উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে এই স্কুল। ফাইনালে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। খেলার ৩১ মিনিটের মাথায় এক মাত্র গোলটি করেন দলের স্ট্রাইকার অমিত দে। কৃষ্ণদেবপুর স্কুলের টিম ম্যানেজার রনেন্দ্রনাথ সরকার জানান, মাঝমাঠ থেকে একটি থ্রু বল ধরে বিপক্ষের বক্সে ঢোকে অমিত। এর পর অমিতের পায়ে কেটে যায় বাঁশবেড়িয়ার স্কুলের রক্ষণের চার খেলোয়াড়। তার পরেই দ্বিতীয় পোস্ট ঘেঁষা শটে দলকে এগিয়ে দেয় অমিত। শেষ পর্যন্ত অমিতের গোলেই জেতে কৃষ্ণদেবপুর।

গত বছর জাতীয় স্তরের প্রতিযোগিতায় দুর্দান্ত শুরু করেছিল কালনার এই স্কুল। প্রথম ম্যাচে লাক্ষাদ্বীপের স্কুলকে হারিয়েছিল ৯ গোলের ব্যবধানে। কিন্ত দ্বিতীয় ম্যাচে গোয়ার স্কুলের কাছে ২-৩ গোলে হেরে বিদায় নেয় তারা। এ বার কী সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে? নাকি স্কুল ফুটবলে বাংলার হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসবে কৃষ্ণদেবপুর উচ্চবিদ্যালয়? দলের কোচ রসায়ন বিভাগের শিক্ষক সৌমিত্র হাজরা কিন্তু যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, “আমদের আসল শক্তি মাঝমাঠ। আশা করছি জাতীয় প্রতিযোগিতায় গোটা দলটাই ভাল ফুটবল খেলবে।” দিল্লি যাওয়ার আগে গোটা দলটিকে এক জায়গায় রেখে অনুশীলনের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। স্কুল সূত্রে জানা গিয়েছে, এ বার যে দলটি সুব্রত কাপ খেলতে দিল্লি যাচ্ছে সেটি অনেক বেশি শক্তিশালী। এই প্রতিযোগিতার আগে রাজ্যের বিভিন্ন ফুটবল অ্যাকাডেমির সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছে তারা। দলটির কোচিং করিয়েছেন কলকাতা ময়দানের কোচ প্রণব কুমার চক্রবর্তী ও স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক তপন কুমার ঘোষ।

দীর্ঘ দিন হল বাংলায় আই লিগ নেই। জাতীয় দলে বাঙালি ছেলে খুঁজে পাওয়া ভার। কালনার খুদেরা কী পারবে ভারত জয় করতে?

স্বপ্ন কিন্তু দেখাই যায়।

kalna kedernath bhattacharjya kalna school football wins sports news delhi Subrata Cup champion online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy