কবাডি বিশ্বকাপের এক অনুষ্ঠানে পাকিস্তান প্রসঙ্গে ফেটে পড়লেন কপিল দেব। ৭ অক্টোবর আমদাবাদে শুরু টুর্নামেন্টে পাকিস্তানকে আমন্ত্রণ করা হয়নি কেন, এই প্রশ্নে কপিলের বিস্ফোরক জবাব, ‘‘আপনি ভারতীয় হয়ে এই প্রশ্নটা করতে পারেন না। এখন কি এ রকম প্রশ্ন করার সময়?’’ ভারত-সহ বারোটা টিম বিশ্বকাপে অংশগ্রহণ করছে।
তারকা ও অভিনেত্রী। মুম্বইয়ের এক অনুষ্ঠানে সাক্ষী মালিক ও সোনাক্ষী। মঙ্গলবার। -পিটিআই