Advertisement
১৭ মে ২০২৪

ক্যারাটে প্রতিযোগিতায় মেয়েদেরই প্রাধান্য

শনিবার ‘পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট শিশিঙ্কাই শিতো-রিউ ক্যারাটে ডো চ্যাম্পিয়নশিপ ২০১৭’ আয়োজিত হল মেদিনীপুরে ক্লাব প্রাঙ্গণে।

লড়াই: জেলা ক্যারাটে প্রতিযোগিতায় মেয়েরা। —নিজস্ব চিত্র।

লড়াই: জেলা ক্যারাটে প্রতিযোগিতায় মেয়েরা। —নিজস্ব চিত্র।

সৌমেশ্বর মণ্ডল
মেদিনীপুর শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৪:২১
Share: Save:

সমাজে মেয়েদের উপর আক্রমণের ঘটনা বেড়ে চলেছে প্রতি দিন। অভিভাবকেরা জানাচ্ছেন, সে কারণে আত্মরক্ষার তাগিদেই মেয়েদের ক্যারাটের প্রশিক্ষণ নিতে পাঠাচ্ছেন তাঁরা। বিষয়টা আরও স্পষ্ট হল জেলা ক্যারাটে প্রতিযোগিতায়। সেখানে ৬৫ শতাংশ প্রতিযোগীই ছিল মেয়ে।

শনিবার ‘পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট শিশিঙ্কাই শিতো-রিউ ক্যারাটে ডো চ্যাম্পিয়নশিপ ২০১৭’ আয়োজিত হল মেদিনীপুরে ক্লাব প্রাঙ্গণে। ‘পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট শিশিঙ্কাই শিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে এই প্রতিযোগিতায় যোগ দেয় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ৩৫০ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে মেয়েদের সংখ্যা ২১০। এ বিষয়ে ‘জঙ্গলমহল ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন’-এর প্রধান গৌরাঙ্গ পাল বলেন, “আত্মরক্ষার জন্য অভিভাবকেরা মেয়েদের ক্যারাটেতে ভর্তি করছেন। সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নবম শ্রেণির মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুলে। ১৫ দিনের প্রশিক্ষণের পরে মেয়েদের আগ্রহ বাড়ছে। ফলে তারা আরও ভাল করে শেখার জন্য আমাদের কাছে আসছে।” জেলা প্রতিযোগিতায় যোগ দেওয়া এক ছাত্রীর মা সন্দীপা চট্টোপাধ্যায় বলেন, “টিভি আর খবরের কাগজে রোজই মেয়েদের উপর হামলার খবর দেখে আমরা আশঙ্কিত। তাই ছোট থেকেই মেয়েকে ক্যরাটের প্রশিক্ষণে ভর্তি করেছি।”

প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। প্রতিযোগিতায় ছেলে-মেয়েদের বয়সের ভিত্তিতে জুনিয়র, সাব জুনিয়র, ক্যাডেড ও সিনিয়র বিভাগ রয়েছে। অনূর্ধ্ব-৮ থেকে শুরু করে ২২ বছরের বেশি বয়সী প্রতিযোগীরা যোগ দেয় এখানে। প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্ট ‘কাতা’, এক জনের বিরুদ্ধে লড়াই করার ইভেন্ট ‘কুমিতে’ ও দলগত ইভেন্ট ‘টিম কাতা’ ছিল। জুনিয়র ও সাব জুনিয়র বিভাগে প্রথম চার জন সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। ক্যাডেড ও সিনিয়র বিভাগে প্রথম তিন জনকে পুরস্কার দেওয়া হয়। আয়োজক সংস্থার প্রধান রাসবিহারী পাল বলেন, “২ ও ৩ ডিসেম্বর কলকাতা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে। সেখানে যোগ দেওয়ার জন্য এই জেলা প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের নিয়ে ঝাড়গ্রাম তরুণ তীর্থ ক্লাবে ‘স্টেট সিলেকশন ক্যাম্প’ হবে ১১ নভেম্বর। আগামী বছর ১২ ও ১৩ জানুয়ারি জাতীয়স্তরের প্রতিযোগিতা হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karate Karate competition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE