লা লিগা
এলচে ১ রিয়াল মাদ্রিদ ১
থেমে গেল রিয়াল মাদ্রিদের জয়ের রথ। বুধবার বাইরের মাঠে করিম বেঞ্জেমারা এলচের মতো ক্লাবের সঙ্গে ১-১ ড্র করে বসল। অথচ লা লিগা টেবলে এলচে রয়েছে ১৫ নম্বরে। এ দিকে লুইস সুয়ারেসের করা হেড থেকে গোলে আতলেতিকো দে মাদ্রিদ ১-০ হারিয়ে দিল খেতাফেকে। এই জয়ের সৌজন্যে দিয়েগো সিমিয়োনের ক্লাব এখন একক ভাবে লা লিগায় শীর্ষে। পয়েন্ট ১৪ ম্যাচে ৩৫। দু’নম্বর রিয়াল সেখানে ৩৩ পয়েন্টে। বেঞ্জেমারা খেলেছেনও দু’টি ম্যাচ বেশি।
এলচের বিরুদ্ধেও জিততে না পেরে রিয়াল ম্যানেজার জ়িনেদিন জ়িদান রীতিমতো উদ্বিগ্ন। ‘‘প্রচুর সুযোগ পেয়েও ম্যাচ বার করতে পারলাম না। আফসোস থেকেই যাচ্ছে,’’ বললেন বেঞ্জেমাদের গুরু। যোগ করলেন, ‘‘এলচেরও প্রশংসা করব। ১-১ করার পরে ওরা রক্ষণে কার্যত কোনও ফাঁক রাখেনি। ওই অবস্থা থেকে গোল করা সত্যিই কঠিন।’’ বুধবার লুকা মদ্রিচ খেলার ২০ মিনিটে হেড থেকে গোলে ১-০ করেন। দ্বিতীয়ার্ধে (৫২ মিনিটে) পেনাল্টি থেকে গোল শোধ করে দেন এলচের ফিদেল শাভেস। ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলার মতো পরিস্থিতি দু’দলই পেয়েছে। এলচের স্ট্রাইকার লুকাস বয়ের একটা শট পোস্টে লেগে ফিরে আসে। একটা সময় তো সের্খিয়ো রামোসরা রীতিমতো চাপে পড়ে যান।