Advertisement
E-Paper

মোহনবাগানের ‘প্রাণভোমরা’কে তুলে চমকে দিল ইস্টবেঙ্গল

মঙ্গলবার দুপুরে লাল-হলুদ তাঁবুতে এসে সই করে যান এই জাপানি তারকা ফুটবলার। তবে, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও ঘরোয়া লিগে লাল-হলুদ জার্সিতে মাঠে নামবেন না ইউসা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ২০:১৬
কাটসুমি ইউসা। ছবি: সংগৃহীত।

কাটসুমি ইউসা। ছবি: সংগৃহীত।

গত চার বছর ধরে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি ছিলেন তিনি। সোনি নর্ডির গ্ল্যামারও ফিকে করতে পারেনি তাঁর জনপ্রিয়তা। এ বার সেই কাটসুমি ইউসাকে সই করিয়ে চমক দিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল।

মঙ্গলবার দুপুরে লাল-হলুদ তাঁবুতে এসে সই করে যান এই জাপানি তারকা ফুটবলার। তবে, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও ঘরোয়া লিগে লাল-হলুদ জার্সিতে মাঠে নামবেন না ইউসা। কাটসুমির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে আসন্ন আই লিগের জন্য।

আরও পড়ুন: আরও এক মাইলস্টোনের সামনে বিরাট কোহালি

আরও পড়ুন: কিট নিয়ে সমস্যায় বিরাটরা

বিগত তিন বছরে জাপানি এই মিডিও-এর হাত ধরে একের পর এক সাফল্য পেয়েছে মোহনবাগান। আই লিগ থেকে ফেডারেশন কাপ, দেশের প্রথম সারির টুর্নামেন্ট গুলিতে বাগানের তুরুপের তাস ছিলেন এই সোনালি চুলের যুবক। এ বার সেই কাটসুমির হাত ধরেই অধরা আই লিগকে পেতে স্বপ্ন দেখা শুরু করে দিল লেসলে ক্লডিয়াস সরণীর ক্লাবটি।

East Bengal Katsumi Yusa I-League ইস্টবেঙ্গল কাটসুমি ইউসা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy