Advertisement
E-Paper

স্টেডিয়ামে এখনও ঘুরছে কুকুর! বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ কেনিয়ার আক্রান্ত কোচ

গত শুক্রবার দুই বিদেশি কোচ-সহ তিন জনকে কুকুর কামড়ায় দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট বিদেশি কোচ-খেলোয়াড়েরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১১:৫২
Picture of World Para Athletics Championships

কুকুরের কামড়েছে কেনিয়ার স্প্রিন্ট কোচ ডেনিস মারাগিয়া মাওয়ানজ়োকে। ছবি: এক্স।

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট বিদেশি দলগুলি। শুক্রবার দুই বিদেশি কোচ-সহ তিন জনকে কুকুর কামড়ানোর পরও উপযুক্ত ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। আক্রান্তদের অন্যতম কেনিয়ার স্প্রিন্ট কোচ ডেনিস মারাগিয়া মাওয়ানজ়ো। তাঁর অভিযোগ, এখনও স্টেডিয়ামে প্রায় অবাধে ঘুরে বেড়াচ্ছে কুকুর।

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মাঝে মাধেই ঢুকে পড়ে রাস্তার কুকুর। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মধ্যেই অন্তত পাঁচ দিন স্টেডিয়ামের ভিতর কুকুর ঢুকেছে। বেশ কয়েক জনকে কামড়েও দিয়েছে। শুক্রবার দুই বিদেশি কোচকে কামড়ানোর পর শুরু হয়েছে হইচই। সে দিন প্রায় ৩০ মিনিট ধরে স্টেডিয়ামের ভিতরে তাণ্ডব চালায় একটি কুকুর। বিরক্ত মাওয়ানজ়ো সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘স্টেডিয়ামে চিকিৎসার তেমন ব্যবস্থা নেই। ইঞ্জেকশন নেওয়ার জন্য আমাকে হাসপাতালে যেতে হয়েছে। এখন ঠিক আছি। অনুশীলনে ব্যস্ত ছিলাম। খেয়াল করিনি কুকুরটা ঠিক আমার পিছনে চলে এসেছিল। হঠাৎ পায়ে যন্ত্রণা অনুভব করি। মনে হচ্ছিল কেউ পা চেপে ধরেছে। পিছনে তাকিয়ে দেখি আমাকে কুকুর কামড়াচ্ছে।’’

কেনিয়ার কোচ আরও বিরক্ত শুক্রবারের ঘটনার পরও তেমন কোনও ব্যবস্থা না দেখে। তিনি বলেছেন, ‘‘শুক্রবারের ওই ঘটনার পরও কোনও পরিবর্তন দেখছি না। শনিবারও স্টেডিয়ামের ভিতরে কুকুর ঘুরতে দেখেছি। আমার পাশ দিয়েও একটা কুকুর চলে গিয়েছে। কুকুরটাকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করি আয়োজকদের। এই অবস্থায় আমি কেনিয়ায় ফিরতে পারব না। এখানে থেকে চিকিৎসা করাতে হবে। এমন ঘটনা ঘটলে ভয় তো লাগবেই। কিছুটা একটা ব্যবস্থা তো করা দরকার।’’

প্রতিযোগিতার আয়োজকদের দাবি, কুকুর ধরার জন্য দু’টি দলকে সব সময় প্রস্তুত রাখা হচ্ছে। স্টেডিয়ামে কুকুর ঢুকলেই সংশ্লিষ্ট কর্মীরা তাকে ধরে নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বিদেশি দলগুলিকেও।

Delhi Kenya Dog
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy