Advertisement
১৭ জুন ২০২৪

নয়া চমক শ্রীলঙ্কার ১৮ বছরের ‘অ্যাডামস’ 

এক বিস্ময় স্পিনার আবার তুলে এনেছে শ্রীলঙ্কা। নাম কেভিন কোত্থিগোরা। শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলের এই স্পিনার এখন ব্যস্ত মালয়েশিয়ায় যুব এশিয়া কাপ খেলতে।

ব্যতিক্রমী: মালয়েশিয়ায় সাড়া ফেলেছেন লেগস্পিনার কেভিন কোত্থিগোরা। ছবি: টুইটার

ব্যতিক্রমী: মালয়েশিয়ায় সাড়া ফেলেছেন লেগস্পিনার কেভিন কোত্থিগোরা। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ০৩:২০
Share: Save:

বিস্ময় স্পিনার। যে শব্দ দু’টো ব্যবহার করলেই ভেসে ওঠে অজন্তা মেন্ডিস থেকে সুনীল নারাইনের নাম। সে রকমই এক বিস্ময় স্পিনার আবার তুলে এনেছে শ্রীলঙ্কা। নাম কেভিন কোত্থিগোরা। শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলের এই স্পিনার এখন ব্যস্ত মালয়েশিয়ায় যুব এশিয়া কাপ খেলতে। সেখানে সাড়া ফেলে দিয়েছে তাঁর অদ্ভুত অ্যাকশন। অনেকটা দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামসের মতো। অ্যাডামস ছিলেন বাঁ-হাতি চায়নাম্যান বোলার। ১৮ বছরের কেভিন ডান-হাতি লেগস্পিনার।

বিস্ময় স্পিনারকে নিয়ে চর্চার দিনে ভারতের আর. অশ্বিনও নজর কাড়লেন নেটে তাঁর বোলিংয়ের জন্য। সোমবার ইডেনের নেটে ভারতের অনুশীলনে বেশ কিছুটা সময় দেখা গিয়েছে, লেগস্পিন করছেন অশ্বিন।

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ধামিকা সুদর্শন বলেছেন, ‘‘কেভিনের অ্যাকশনটা জন্মগত। কোচিং করিয়ে হয় না। প্রথম দিকে ওর সমস্যা হচ্ছিল ঠিক লেংথে বলটা রাখতে। কিন্তু ও এখন দারুণ উন্নতি করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE