প্রবল বৃষ্টিপাত, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। এর মাঝে অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী থাকল দুবাই। বিশ্বের সবচেয়ে উঁচু ইমারতে বজ্রপাত। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম এক্স হ্যান্ডল থেকে সেই দৃশ্যটি শেয়ার করেছেন। প্রবল বৃষ্টিপাতের সময় বুর্জ খলিফায় বজ্রপাতের সেই আকর্ষণীয় ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বুর্জ খলিফার একেবারে চূড়ায় ঝলসে উঠল বিদ্যুতের নীলাভ শিখা। চোখ ধাঁধিয়ে দেওয়া অসাধারণ সেই দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়ো দেখে শিহরিত নেটাগরিকদের একাংশ। ভিডিয়োয় দেখা গিয়েছে যে প্রচণ্ড ঝড়ের মধ্যে বুর্জ খলিফায় বজ্রপাত হচ্ছে। আকাশ থেকে উজ্জ্বল আলোর শিখা নেমে আঘাত হেনেছে ইমারতের একেবারে মাথার সরু অংশে। সেই ভয় ধরানো ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টিপাতে বানভাসি দুবাই। টানা বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় কাঁপছে দুবাই-সহ সৌদি আরবের বেশ কিছু এলাকা। সেই সময়েই বজ্রপাতের ফলে সুউচ্চ ভবনটির কোনও ক্ষয়-ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে বিশ্বের বিস্ময় উদ্রেককারী এই ভবনটিতে। বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ইমারত। ১৬৩তলার আকাশছোঁয়া এই ইমারতটির উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। সে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।