Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket

‘রোহিত বলেই খেলাচ্ছেন’, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার খলিল

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি খলিল। বৃহস্পতিবার চার ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দেন তিনি।

নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না খলিল। —ফাইল চিত্র।

নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না খলিল। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রাজকোট শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ১৩:৪৪
Share: Save:

যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমাররা খেলছেন না বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে। এই সুযোগে বিশ্বকাপের জন্য দলে নিজের জায়গাটা পাকা করে ফেলতেই পারতেন খলিল আহমেদ।

কিন্তু, চলতি টি টোয়েন্টি সিরিজের প্রথম দু’টি ম্যাচে খলিল হতাশই করেছেন। প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাঁর ওভারে পর পর চারটি বাউন্ডারি মেরে মুশফিকুর রহিম বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার খলিলের প্রথম ওভারেই বাংলাদেশের ওপেনার মহম্মদ নইম পর পর তিন বলে তিনটি চার মারেন। অর্থাৎ দুটো টি টোয়েন্টি ম্যাচ মিলিয়ে খলিলের শেষ সাতটি বলে টানা সাতটি বাউন্ডারি মারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যার পরে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত হন ভারতের বাঁ হাতি পেসার।

আরও পড়ুন: মোসাদ্দেককে ছয় ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলাম, ফাঁস করলেন রোহিত

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি খলিল। বৃহস্পতিবার চার ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দেন তিনি। নেন মাত্র একটি উইকেট। তাঁর বোলিং দেখে হতাশ দেশের ক্রিকেট-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় খলিল আহমেদের সমালোচনা করেছেন তাঁরা। কেউ লিখেছেন, প্রথম ম্যাচে হতশ্রী পারফরম্যান্সের পরে কোনও অধিনায়কই খলিল আহমেদকে সুযোগ দেবেন না। ব্যতিক্রম রোহিত শর্মা। আর এক ক্রিকেটভক্ত লিখেছেন, ‘বল করতে এসেই নিজের কাজ শুরু করে দিয়েছে।’

‘নিজের কাজ’ বলতে সেই ভক্ত বোঝাতে চেয়েছেন রান দেওয়া। বৃহস্পতিবার ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। যুজবেন্দ্র চহাল মোক্ষম সময়ে বাংলাদেশের রানের গতিতে রাশ টানেন। উইকেট তুলতে না পারলেও রানের গতি আটকে রাখতে পারতেন খলিল। সেই কাজটাও করতে পারেননি তিনি। খলিলের উপরে মোহভঙ্গ হয়েছে ভারতের ক্রিকেটভক্তদের। সিরিজের ফলাফল এখন ১-১। নাগপুরের তৃতীয় ম্যাচে কি সুযোগ পাবেন খলিল? এটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন: রোহিত যা পারেন, তা কোহালিও পারেন না, বলছেন সহবাগ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Indian Pacer Khaleel Ahmed India T 20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE