ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে বড় থাবা বসাল করোনা। কিদম্বি শ্রীকান্ত-সহ মোট সাত জন ভারতীয় খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। এঁরা কেউই আর এ বারের প্রতিযোগিতায় খেলতে পারবেন না।
সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতা শ্রীকান্ত ছাড়াও বৃহস্পতিবার অশ্বিনী পোনাপ্পা, রীতিকা থ্যাকার, ত্রিসা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন আমন সিংহ এবং খুশি গুপ্তর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (বাই) প্রতিযোগিতার মাঝপথে এই সাতজনের বদলি নিতে পারবে না।