Advertisement
২০ এপ্রিল ২০২৪
kidambi srikanth

Kidambi Srikanth: ভাই আরও পোক্ত হয়ে ফিরবে, ফাইনালে হারের পরে বলছেন শ্রীকান্তের দাদা

আগামী বছর ইংল্যান্ডে কমনওয়েলথ গেমসের আসর বসছে। তার পরেই চীনে এশিয়ান গেমস। আপাতত সেই দু’টি প্রতিযোগিতা পাখির চোখ শ্রীকান্তের।

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন শ্রীকান্ত

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন শ্রীকান্ত ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১১:১৮
Share: Save:

কয়েক ঘণ্টা আগেই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছেন কিদম্বি শ্রীকান্ত। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে তাতে শ্রীকান্ত হতাশ হবেন না বলেই মনে করেন তাঁর দাদা কে নন্দগোপাল। বরং আগামী দিনে আরও পোক্ত হয়ে কোর্টে ফিরবেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর ব্যাডমিন্টন তারকা।

আনন্দবাজার অনলাইনকে নন্দগোপাল বললেন, ‘‘প্রথম ভারতীয় পুরুষ হিসেবে রুপো জিতেছে ভাই। ওর খেলায় আমরা খুশি। শ্রীকান্ত নিজের সেরাটা দিয়েছে। খেলায় হার-জিত আছে। দিনটা ওর ছিল না।’’

দাদা নন্দগোপালের সঙ্গে শ্রীকান্ত

দাদা নন্দগোপালের সঙ্গে শ্রীকান্ত ফাইল চিত্র

তবে তাতে ভেঙে না পড়ে আরও কঠিন পরিশ্রম করবেন শ্রীকান্ত, এমনটাই মনে করেন নন্দগোপাল। তিনি বলেন, ‘‘বাড়ি ফিরে ও আরও পরিশ্রম করবে। কোথায় ভুল হয়েছে সেগুলো শোধরানোর চেষ্টা করবে। আমরা নিশ্চিত আগামী দিনে আরও পোক্ত হয়ে ফিরবে শ্রীকান্ত।’’

ঘরের ছেলে রুপো জিতলেও তাঁর জন্য আলাদা করে কোনও অভ্যর্থনা হবে না বলেই জানিয়েছেন নন্দগোপাল। তিনি বলেন, ‘‘শ্রীকান্ত খুব ঘরোয়া ছেলে। বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গেই সময় কাটাতে পছন্দ করে ও। এ বারও তেমনটাই করবে।’’

আগামী বছর ইংল্যান্ডে কমনওয়েলথ গেমসের আসর বসছে। তার পরেই চীনে এশিয়ান গেমস। আপাতত সেই দু’টি প্রতিযোগিতা পাখির চোখ শ্রীকান্তের। দেশে ফিরে তারই প্রস্তুতি শুরু করে দেবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE