Advertisement
E-Paper

প্রাক্তনদের মোকাবিলায় বিশেষ ছক কলকাতার নাইটদের

সন্ধের সময় অনুশীলন শেষে ইডেন থেকে বেরিয়ে দলের অন্যান্যরা সবাই হোটেলে ফেরার বাসে উঠে পড়লেও অধিনায়কের দেখা নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৩:৩৯
প্রস্তুতি: নারাইনের সঙ্গে রসিকতা কুলদীপের। ছবি: সুদীপ্ত ভৌমিক

প্রস্তুতি: নারাইনের সঙ্গে রসিকতা কুলদীপের। ছবি: সুদীপ্ত ভৌমিক

অনুশীলন শুরুর আগে দলের সবাইকে নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে যে আলোচনাটা সেরে নেয় কলকাতা নাইট রাইডার্স শিবির, শুক্রবার দুপুরে সেখানে দেখা গেল না দীনেশ কার্তিককে। সরঞ্জামের ব্যাগ নিয়ে তিনি মাঠে নেমে দেখেন সেই সংক্ষিপ্ত আলোচনাটা চলছে। সে দিকে এগিয়ে যাওয়ার আগেই তা শেষ হয়ে যায়।

সন্ধের সময় অনুশীলন শেষে ইডেন থেকে বেরিয়ে দলের অন্যান্যরা সবাই হোটেলে ফেরার বাসে উঠে পড়লেও অধিনায়কের দেখা নেই। শেষ পর্যন্ত তাঁকে দৌড়ে বেরিয়ে এসে বাসে উঠতে দেখা গেল। দেরি কেন নাইটদের অধিনায়কের? শোনা গেল, নেটে অনুশীলনের পাশাপাশি ড্রেসিংরুমে বসে রণনীতি সাজানোতেও নাকি এ বার একটু বেশি মনোনিবেশ করেছেন ‘ডিকে’। সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে নাইটদের তিন প্রাক্তনী ইউসুফ পাঠান, শাকিব আল হাসান ও মণীশ পাণ্ডের পাশাপাশি আছেন ইডেনের ঘরের ছেলে ঋদ্ধিমান সাহাও। এঁদের পরামর্শদাতা আবার ভি ভি এস লক্ষ্মণ। যিনি বাংলার ভিশন ২০২০ ক্রিকেট প্রকল্পের সঙ্গেও যুক্ত।

শিখর ধওয়নদের দলের আফগান লেগস্পিনার রশিদ খানের লেগস্পিনের সামনে কেউ রান করতে পারছেন না। তাঁদের হারাতে গেলে যে রণকৌশলও চাই, তা বুঝে গিয়েছেন কার্তিক। সে জন্যই নকশা কষতে ব্যস্ত ছিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য কেকেআর অধিনায়ক বললেন, ‘‘শুধু প্রাক্তনীরা কেন? ইডেনের পরিবেশ সবাই ভাল জানে। রঞ্জিতে আমরা অনেকে খেলেছি এখানে। মণীশ-ইউসুফরা দেশের সব মাঠে খেলেছে। ওরা কেকেআরের হয়ে খেলেছে বলে বাড়তি সুবিধা পাবে বলে মনে হয় না।’’

বোলাররা যে সানরাইজার্সকে বাড়তি সুবিধা দিচ্ছে, তা মেনে নিতে অবশ্য দ্বিধা নেই নাইট অধিনায়কের। বলেন, ‘‘এ বার আইপিএলের অন্যতম সেরা বোলিং বিভাগ ওদের। সানরাইজার্সের বোলিংয়ে গভীরতা আছে।’’ তবে পরপর দুই ম্যাচ জিতে আসা দলের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা যে তাঁদের আছে, তা-ও মনে করিয়ে দিলেন কার্তিক। লড়াই সুনীল নারাইন ও রশিদ খানের মধ্যেও। যা নিয়ে কার্তিক বলছেন, ‘‘এটাই তো আইপিএলের মজা। দু’জনের লড়াইটা জমে যাবে।’’ কার্তিকের দাবি, চেন্নাইয়ের হারে ভেঙে পড়েনি দল। অধিনায়ক দাঁড়াচ্ছেন বিনয় কুমারের পাশেও। বললেন, ‘‘যথেষ্ট চাপ নিচ্ছে ছেলেটা। দুই ম্যাচেই প্রথম ও শেষ ওভারে বল করেছে। নিশ্চয়ই ফিরে আসবে।’’

মিচেল জনসনও চোট সারিয়ে নেটে ফিরেছেন। নাইট শিবিরের খবর, শনিবার ফের ইডেনে আসতে পারেন শাহরুখ খান। তবে ১৯ বছরের পেসার কমলেশ নগরকোটিকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁর নাকি চোট। পরিবর্ত হিসাবে কর্নাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণকেও তৈরি রাখা হচ্ছে।

IPL 2018 Cricket IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy