Advertisement
০২ মে ২০২৪

জার্মানির হয়ে আজ নতুন ম্যাচ ক্লোসের

ফুটবলার হিসেবে প্রাক্তন হয়েছেন সপ্তাহখানেক আগেই। তার পরেই শুক্রবার জার্মানির হয়ে জোয়াকিম লো-র কোচিংস্টাফে অভিষেক ঘটাতে চলেছেন মিরোস্লাভ ক্লোসে।

সংবাদ সংস্থা
বার্লিন শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০৩:৪৬
Share: Save:

ফুটবলার হিসেবে প্রাক্তন হয়েছেন সপ্তাহখানেক আগেই। তার পরেই শুক্রবার জার্মানির হয়ে জোয়াকিম লো-র কোচিংস্টাফে অভিষেক ঘটাতে চলেছেন মিরোস্লাভ ক্লোসে।

আর সান মারিনোর বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের সেই ম্যাচের আগে নিজেও সমান উত্তেজিত জার্মানির জার্সি গায়ে রেকর্ড ৭১ গোল করা ক্লোসে। বলেই দিচ্ছেন, ‘‘কোচ হিসেবে আগামী দিনে প্রতিষ্ঠিত করার জন্য এটা হল নিজেকে ঘষামাজা করে তৈরি হওয়ার মঞ্চ। আর সেই মঞ্চে অভিষেকের জন্য মুখিয়ে রয়েছি আমি।’’

প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে মিডিয়ার মুখোমুখি হওয়ার জন্য বৃহস্পতিবার ক্লোসেকেই পাঠিয়ে দিয়েছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। সেখানেই ক্লোসে বলেন, ‘‘যে দিন থেকে ফুটবল খেলছি, সে দিন থেকেই জার্মানির সব ম্যাচ মন দিয়ে দেখে আসছি। কিন্তু সেগুলো সবই ছিল এক জন ফুটবলারের দৃষ্টিকোণ থেকে দেখা। কিন্তু ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর এখন যখন টিমের ট্রেনিংয়ে মাঠে নামছি, তখন বুঝতে পারছি খেলার মান ও গতি দিনকে দিন কতটা বদলাচ্ছে।’’

এখানেই না থেমে বিশ্বকাপ জয়ী জার্মানির এই প্রাক্তন ফুটবলার আরও বলেন, ‘‘খেলা ছাড়ার পরেই জার্মান টিম ম্যানেজমেন্ট আমাকে সেই সুযোগ দেওয়ার পরেই আমি খুশি। কারণ খেলার এই পুঙ্খানুপুঙ্খ পরিবর্তনটা কী ভাবে হচ্ছে তা দেখার জন্য আমি দীর্ঘদিন মুখিয়ে ছিলাম। বিশ্বকাপ জয়ী জার্মান কোচের সঙ্গে কাজ করার ভাগ্য ক’জনের হয়!’’ একটু থেমে ক্লোসে আরও বলেন, ‘‘জোয়াকিম লো-র কোচিং স্টাফে সব অভিজ্ঞতা নিজের ঝুলিতে ভরে নিতে চাই। কারণ এগুলো ভবিষ্যতে কাজ করবে।’’

ব্রাজিল চ্যালেঞ্জের আগে খুদে ভক্তের সঙ্গে লিওনেল মেসি। বৃহস্পতিবার। বেলো হরাইজন্তেতে। ছবি: টুইটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

klose germany
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE