গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ভারতের এক দিনের দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম একাদশেও থাকছেন অধিকাংশ ম্যাচে। পাঁচ বছর আগে দেশের হয়ে প্রথম খেলার সুযোগ পেলেও চোট-আঘাতের জন্য পিছিয়ে পড়েছিলেন। সেই সমস্যা কাটিয়ে তাঁর প্রত্যাবর্তনের মধ্যে বদলে গিয়েছে এক দিনের ক্রিকেট। এখন তাঁর লক্ষ্য দেশকে আইসিসি ট্রফি দেওয়া।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে খেলেছেন প্রসিদ্ধ। রবিবার তৃতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। পরিবর্তে খেলছেন অর্শদীপ সিংহ। এই ম্যাচের আগে ভারতীয় দলে নতুন করে জায়গা পাওয়া নিয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে। প্রসিদ্ধ বলেছেন, ‘‘আমার শুরুটা খারাপ হয়নি। ভাল শুরু করেও চোট-আঘাতের জন্য কয়েক বছর নষ্ট হয়েছে। তার পর যখন আবার ভারতীয় দলে ফিরলাম, তখন এক দিনের ক্রিকেট অনেক বদলে গিয়েছে। পাওয়ার প্লের নিয়ম, বল ব্যবহারের নিয়ম ছাড়াও বেশ কিছু জিনিস বদলে গিয়েছে। সে সবের সঙ্গে নতুন করে রপ্ত হতে হয়েছে। ব্যাপারটা বেশ আকর্ষণীয় ছিল।’’
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচেই প্রসিদ্ধ পিচ থেকে ভাল বাউন্স আদায় করে নেন। বল সুইংও করিয়েছেন। সাদা বল হাতে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। প্রসিদ্ধ বলেছেন, ‘‘আমি সাধারণত পাওয়ার প্লের শেষ দিকে বা ইনিংসের শেষে বল করি। এই সময় বল করা কঠিন। কারণ ব্যাটারেরা আগ্রাসী মেজাজে থাকে। তখন ব্যাটারদের দুর্বলতার বিষয়টা মাথায় রেখে বল করতে হয়। ধারাবাহিক থাকতে হয় এই সময়।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি আরও ধারাবাহিক হতে চাই। আমাকে আরও ভাল বল করতে হবে। দলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠতে হবে। দেশকে অনেক ট্রফি দিতে চাই।’’
ক্রিকেটার হিসাবে আপনার লক্ষ্য কী? প্রসিদ্ধ বলেছেন, ‘‘আলাদা কিছু নয়। সব ক্রিকেটার যে স্বপ্ন দেখে, আমিও তাই দেখি। আইসিসি ইভেন্টে দেশকে ট্রফি দিতে চাই।’’ ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় প্রসিদ্ধের। এখনও পর্যন্ত দেশের হয়ে ৬টি টেস্ট, ২৩টি এক দিনের ম্যাচ এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।