Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘ওয়াংখেড়ের ভুল আজ ইডেনেই শুধরে নিতে হবে’

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আমাদের ক্রিকেটাররা যে ভাবে খেলেছে, সেটা সত্যিই তারিফ করার যোগ্য। তবে সব চেয়ে ভাল লেগেছে, চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ওদের ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতাটা।

প্রস্তুতি: লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন কার্তিক। নিজস্ব চিত্র

প্রস্তুতি: লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন কার্তিক। নিজস্ব চিত্র

জাক কালিস
শেষ আপডেট: ২০ মে ২০১৮ ২১:২২
Share: Save:

এক সপ্তাহের মধ্যে এমন দু’টো ম্যাচ খেললাম, যেখানে আমাদের পারফরম্যান্সে আকাশ-পাতাল তফাত হয়ে গেল। একটা ম্যাচে ছেলেরা একেবারে নিখুঁত ক্রিকেট খেলে জিতল। আর তার পরেই সব চেয়ে হতাশাজনক পারফরম্যান্সটা পেলাম ওদের কাছ থেকে।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আমাদের ক্রিকেটাররা যে ভাবে খেলেছে, সেটা সত্যিই তারিফ করার যোগ্য। তবে সব চেয়ে ভাল লেগেছে, চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ওদের ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতাটা। ওই ম্যাচে একটা সময় মনে হচ্ছিল, ব্যাটিং পিচে সিএসকে দু’শোর ওপর রান তুলে ফেলবে। কিন্তু স্পিনাররা ওখান থেকে সিএসকে ব্যাটিংকে আটকে দেয়। তিন স্পিনারই বাউন্ডারি যেমন দেয়নি, তেমন ডট বলও (যে বলে রান হয় না) করেছে।

ব্যাটিংয়ের সময় গোটা দু’য়েক উইকেট তাড়াতাড়ি পড়ে গেলেও আমরা মাথা ঠান্ডা রেখেছিলাম। চোটের জন্য নীতীশ রানা বাইরে থাকায় শুভমন গিল আগে ব্যাট করার একটা সুযোগ পেয়েছিল। যে সুযোগটা ও দারুণ ভাবে কাজে লাগায়। শুভমনের হাতে প্রায় সব রকম শট আছে। পাশাপাশি চাপের মুখে সিদ্ধান্ত নেওার ক্ষমতাও চোখে পড়ার মতো। ওর ভবিষ্যৎ রীতিমতো উজ্জ্বল।

আরও পড়ুন: মুম্বই প্রতিভা-তল্লাশির সঙ্গে আজ লড়াই নাইটদের

চেন্নাই ম্যাচ জেতার পরে আমাদের সামনে সুযোগ ছিল প্লে-অফে জায়গা পাকা করে ফেলার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওই ম্যাচটা জিতলে প্রথম দুই দলের মধ্যেও থাকার একটা সুযোগ থাকত। ওয়াংখেড়েতে মুম্বই কিন্তু ওই ম্যাচটা জেতেনি, আমরা হেরে গিয়েছি। আমি আগেও বলেছি, পরাজয় মেনে নিতে আমার কোনও সমস্যা নেই। যদি বিপক্ষ দল ভাল খেলে আমাদের হারায়। মুম্বইয়ের বিরুদ্ধে ১৮০ মতো রান তাড়া করতে নেমে ১২ ওভারে আমাদের স্কোর ছিল দু’উইকেটে ১১০। এ সব জায়গা থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে ম্যাচ জিততে সমস্যা হয় না। কিন্তু আমাদের কয়েক জন ব্যাটসম্যান উইকেট ছুড়ে দিয়ে এল। এই ভুল থেকে আমাদের এখনই শিক্ষা নিতে হবে। কারণ আমরা এখন প্রতিযোগিতার এমন পর্যায়ে এসে পড়েছি, যেখানে এ রকম ভুল খুব মারাত্মক হতে পারে।

ওয়াংখেড়েতে যে ভুল করেছি, তা ইডেনে শুধরে নিতে হবে আমাদের। গুরুত্বপূর্ণ সময় আমি ছেলেদের কাছ থেকে আর একটু নির্মম লড়াই আশা করছি। যেটা অবশ্যই আমাদের ছেলেরা করতে পারে। চেন্নাই ম্যাচেই তো সেটা দেখা গিয়েছে।

আমাদের ব্যাটিং অর্ডার এবং প্রথম একাদশ পরিস্থিতির ওপর নির্ভর করে মাঝে মাঝেই বদলেছে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে শুভমানকে দিয়ে ওপেন করিয়ে সুনীল নারাইনকে সাত নম্বরে নামানোর সিদ্ধান্তের পিছনে কৌশল চেয়ে পরিস্থিতির দাবি বেশি কাজ করেছিল। মুম্বইয়ের গরমে কাহিল হয়ে পড়েছিল সুনীল। তাই ওপেন করতে পারেনি। তবে আমাদের ব্যাটিং অর্ডার নিয়ে যদি বিপক্ষ একটু ধাঁধায় থাকে, তা হলে থাক না। ক্ষতি কী!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE