Advertisement
E-Paper

ধোনিকে কৃতিত্ব দিচ্ছেন কোহালি

ধোনিকে একটা ব্যাপারে কৃতিত্ব দিচ্ছেন কোহালি। বলছেন, ‘‘কাকে দিয়ে কোন কাজটা করানো যেতে পারে, সেটা ধোনির মতো কেউ বুঝতে পারে না। এই নিয়ে আমি প্রায়ই ধোনির পরামর্শ নিয়ে থাকি।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৪:২৯
মহড়া: ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে বিরাট কোহালি। ছবি: এএফপি

মহড়া: ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে বিরাট কোহালি। ছবি: এএফপি

সব সময় তাঁরা দু’জনে একমত হন না। কিন্তু প্রয়োজন হলেই মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শ নেন বিরাট কোহালি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে এ কথা নিজেই বলে গেলেন বিরাট কোহালি।

শনিবার সাংবাদিক বৈঠকে কোহালি বলেন, ‘‘অবশ্যই আমি সব সময় ধোনির সঙ্গে একমত হই না। কিন্তু বেশিরভাগ সময়ই হই। কারণ আমরা দু’জনেই ক্রিকেট নিয়ে একই রকম ভাবনা চিন্তা করি।’’ আর সেই একই ‘ধরনের ভাবনা’টা কী, সেটাও বলেছেন বিরাট। ‘‘আমাদের লক্ষ্যই থাকে টিমকে জেতানো।’’

ধোনিকে একটা ব্যাপারে কৃতিত্ব দিচ্ছেন কোহালি। বলছেন, ‘‘কাকে দিয়ে কোন কাজটা করানো যেতে পারে, সেটা ধোনির মতো কেউ বুঝতে পারে না। এই নিয়ে আমি প্রায়ই ধোনির পরামর্শ নিয়ে থাকি।’’

ভারত-পাক ম্যাচ নিয়ে কোহালির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ভারত অধিনায়ক বলেন, ‘‘বিশ্বাস করুন, পাকিস্তান বলে আমার কোনও আলাদা অনুভূতি হয় না। আমার কাছে এটা অন্যান্য ম্যাচের মতোই। আপনারা এই উত্তর শুনে বিরক্ত হলেও কিছু করার নেই। আমরা ক্রিকেটাররা এ ভাবেই সর্বদা ভেবে থাকি।’’

কোহালি যখন এ রকম ভাবছেন, তখন তাঁর প্রতিপক্ষ অধিনায়ক সরফরাজ আমেদের ভাবনাটা পরিষ্কার। তাঁরা ঠিক করে নিয়েছেন, কী ভাবে কোহালিকে আটকাবেন। সরফরাজ বলে দিলেন, ‘‘নিঃসন্দেহে কোহালি বড় ক্রিকেটার। কিন্তু ওর জন্য আমাদের পরিকল্পনা তৈরি আছে। ও ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান। ওকে শুরুতেই আউট করে দিতে হবে, যাতে ভারতকে শুরু থেকেই চাপে ফেলে দেওয়া যায়।’’

বিশ্বকাপে ভারত কখনও পাকিস্তানের কাছে না হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান বলছে পাকিস্তানই এই লড়াইয়ে এগিয়ে। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের বেশির ভাগই রবিবারের ম্যাচে ভারতকে এগিয়ে রেখেছেন। পাক অধিনায়ক বলছেন, ‘‘কাগজে কলমে ভারতের দলটা অনেক বেশি শক্তিশালী ঠিকই। কিন্তু আমাদের প্রস্তুতিও মোটেই খারাপ নয়। ভারত-পাকিস্তান মানেই যে তুমুল চাপ, চরম উত্তেজনা, সে আমরা জানি। কিন্তু এইসব চাপ, গ্যালারির আওয়াজ ভুলে মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ছেলেদের বলেছি, কে কী বলছে, লিখছে, সে সবে কান দিও না। ক্রিকেটে ফোকাস করো।’’

Virat Kohli MS Dhoni Team India ICC Champions Trophy 2017 Champions Trophy cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy