Advertisement
E-Paper

বক্সঅফিসে ‘ধুরন্ধর’ ঝড়, ফের মুক্তি পাচ্ছে ‘শোলে’, বাংলা ছবির অবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

শোলে-র পঞ্চাশ বছর পূর্তি। ১২ ডিসেম্বর বড় পর্দায় ফের যেন নস্ট্যালজিয়া ফিরে আসছে। এ ছাড়াও প্রতিযোগিতায় রয়েছে কোন কোন ছবি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:০০
এই সপ্তাহে প্রেক্ষাগৃহে আসছে নতুন কোন কোন ছবি?

এই সপ্তাহে প্রেক্ষাগৃহে আসছে নতুন কোন কোন ছবি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর সিংহ, অক্ষয় খন্না, অর্জুন রামপাল, মাধবন অভিনীত ‘ধুরন্ধর’। মাত্র তিন দিনেই ১০০ কোটি ঘরে তুলেছে এই ছবি। যদিও তেমন কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় গোটা সপ্তাহে জুড়ে বক্সঅফিসে রাজ করেছে এই ছবি। আজ, ১২ ডিসেম্বর বেশ কিছু হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। তবে অনেকেই বাজি ধরছেন ‘শোলে’-র উপর। শুক্রবার নতুন একটি তামিল ছবি ‘অখন্ডা ২’-এর পাশপাশি মুক্তি পাচ্ছে ‘শোলে’ ছবির আনকাট ভার্সন।

শোলে

শোলে-র পঞ্চাশ বছর পূর্তি। ১২ ডিসেম্বর বড় পর্দায় ফের যেন নস্ট্যালজিয়া ফিরে আসছে। ফিরছেন ধর্মেন্দ্র ও অমিতাভ জুটি। ১৯৭৫ সালে সারা দেশ কাঁপিয়ে দিয়েছিল জয়-বীরু জুটির দুঃসাহসিক অভিযান, গব্বরের হাড়কাঁপানো হাসি আর ঠাকুরসাবের ইস্পাতকঠিন প্রতিজ্ঞা! ৭০ মিমি পর্দা জুড়ে দাপিয়ে বেড়িয়েছিলেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, আমজাদ খান, জয়া বচ্চন, হেমা মালিনীরা। ৫০ বছর ধরে ভারতীয় দর্শকদের একটা বড় অংশের প্রশ্ন ছিল, এই ছবির কি সিক্যুয়েল তৈরি হবে না কোনওদিন? কিন্তু সেই প্রশ্নের কোনও জবাব এত দিন মেলেনি। তবে এ বার আসতে চলেছে এই ছবির ‘ আনকাট ভার্সান’। যে সব দৃশ্য সম্পাদনার সময় বাদ পড়েছিল এ বার সেটাও দেখা যাবে।

কিস কিস কো প্যায়ার করু ২

এটি টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক কপিল শর্মার সাত নম্বর ছবি। সঞ্চালক হিসেবে জনপ্রিয় হলেও পর্দার নায়ক হিসেবে শিকে ছেঁড়েনি তাঁর। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছেন কপিল। এই ছবিতে কপিলের সঙ্গে রয়েছেন তিন নায়িকা। যাঁদের মধ্যে অন্যতম বাঙালি মেয়ে ত্রিধা চৌধুরী। এই ছবিতে তিন ধর্মের তিন মেয়েকে বিয়ে করে বসবেন কপিল। কিন্তু কী ভাবে ধরা পড়বেন অভিনেতা, সেই নিয়ে মূলত কমেডি ঘরানার ছবি।

অখন্ডা ২: তাণ্ডবম

বয়াপতি সিনু পরিচালিত এই ছবির প্রথম খন্ড মুক্তি পেয়েছিল ২০২১ সালে। সেই সময় বক্সঅফিসে সাড়া ফেলে দেয় এই ছবি। বিতর্কিত অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ রয়েছেন মুক্তি চরিত্রে। এটি একজন যোগীর গল্প। যিনি একটি গ্রামের সুরক্ষার জন্য একজন দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীর বিরুদ্ধে লড়াই করেন। এ বার দ্বিতীয় খণ্ডে আগের বারের থেকেও বেশি অ্যাকশন করবেন কি না নন্দমুরি, সেটাই দেখার। যদিও ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত সপ্তাহে। আইনি জটিলতায় জড়িয়ে পিছিয়ে যায় মুক্তি। অবশেষে ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

দানব

গত দু’সপ্তাহ ধরে কম বাংলা ছবি মুক্তি পেয়েছে। এই সপ্তাহে রয়েছে আতিউল ইসলাম পরিচালিত ‘দানব’। যদিও ছবি নিয়ে খুব বেশি প্রচার হয়নি। মুখ্য চরিত্রে রয়েছেন রূপসা ও প্রিয়া খান। নতুন জুটির এই ছবি দর্শকদের আদৌ মনে ধরে কি না, তা বক্সঅফিস রিপোর্টেই স্পষ্ট হয়ে যাবে।

Bollywood movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy