Advertisement
E-Paper

এ বার পুজোয় কলকাতাকে ‘ক্লাসিকো’ উপহার লা লিগার

এই মরসুমের প্রথম এল ক্লাসিকোকে কলকাতায় নিয়ে এসে!

কৌশিক দাশ

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০৪:৫১
দ্বৈরথ: ক্লাসিকোয় নজরে থাকবে মেসি-মদ্রিচ লড়াইয়ে। —ফাইল চিত্র

দ্বৈরথ: ক্লাসিকোয় নজরে থাকবে মেসি-মদ্রিচ লড়াইয়ে। —ফাইল চিত্র

বিসর্জনের পরেও এ বার ‘পুজো’ শেষ হচ্ছে না কলকাতার ফুটবলপ্রেমীদের। দুর্গা পুজোর পরেও তাঁদের জন্য থাকছে বিশেষ উপহার। যে উপহার কলকাতার হাতে তুলে দিচ্ছে লা লিগা। এই মরসুমের প্রথম এল ক্লাসিকোকে কলকাতায় নিয়ে এসে!

না, অবশ্যই কলকাতার মাঠে খেলবেন না লিয়োনেল মেসি-লুকা মদ্রিচরা! কিন্তু তাঁদের চরম দ্বৈরথ কলকাতার মানুষ দেখতে পাবেন জায়ান্ট স্ক্রিনে। একেবারে স্প্যানিশ আবহের মজা নিতে নিতে।

বিশেষ সূত্রের খবর, এই প্রথম কলকাতা ময়দানের কোনও মাঠে জায়ান্ট স্ক্রিন বসিয়ে দেখানো হবে লা লিগায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের লড়াই। যে ‘এল ক্লাসিকো’ হবে ২৮ অক্টোবর। রবিবার, রাত পৌনে ন’টায়। অর্থাৎ কলকাতায় পুজো শেষ হওয়ার দিন দশেকের মধ্যেই।

এর আগে দিল্লিতে এই ভাবে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ক্লাসিকোর বিশেষ সম্প্রচার হয়েছিল। কিন্তু কলকাতায় এই ভাবে লা লিগার কোনও ম্যাচের সম্প্রচার কখনও হয়নি। তাও আবার ক্লাসিকোর মতো বিশেষ ম্যাচ।

শুধু জায়ান্ট স্ক্রিনেই ক্লাসিকো দেখার সুযোগ মিলবে, এমন নয়। ওই বিশেষ দিনে যেন এক টুকরো স্পেনই উঠে আসবে কলকাতা ময়দানে। যেখানে জায়ান্ট স্ক্রিন বসবে, সেখানে সাজানো হবে দুই দলের পতাকা, জার্সি এবং অন্যান্য সরঞ্জামে। শোনা যাচ্ছে, বিক্রি হবে দুই ক্লাবের নানা সামগ্রীও।

এ তো গেল একটা অংশ। কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য ওই দিন শহরে হাজির থাকবেন বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের কোনও নামকরা প্রাক্তন ফুটবলার। কলকাতার দর্শকদের সঙ্গে বসেই তিনি খেলা দেখবেন। নিজের মতামত জানাবেন। হয়তো বা দর্শকদের সঙ্গে মত বিনিময়েও অংশ নিতে পারেন তিনি। অতীতে ক্রিস্তিয়ান ক্যারেম্বু, গাইজকা মেনদিয়েতা, লুইস গার্সিয়ার মতো ফুটবলার ভারতে এসেছিলেন ক্লাসিকো উপলক্ষ্যে। এ বার কলকাতায় আসবেন সে রকম কোনও তারকা। যে নামটা ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।

ভারতীয় দর্শকদের কথা ভেবে গত কয়েক বছরে নানা ভাবে ক্লাসিকোকে তুলে ধরা হচ্ছে। আগের বছর প্রথম বার কোনও ক্লাসিকো স্প্যানিশ সময় দুপুর দুটোয় হয়েছিল। যার কারণ ছিল একটাই। ভারতীয় দর্শকরা যাতে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ওই ম্যাচ দেখতে পারেন। লা লিগা কর্তারা বলছেন, সেটি ছিল ভারতীয় দর্শকদের জন্য তাঁদের উপহার। আর এ বার কলকাতার জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন তাঁরা। আজ, বুধবার সরকারি ভাবে যার ঘোষণা হওয়ার কথা।

মাস চারেক আগে কলকাতা ঘুরে গিয়েছিলেন লা লিগার কর্তারা। তখনই তাঁরা ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্লাবের কর্তাদের সঙ্গে একদফা কথা বলে যান। যুবভারতীর মাঠের কথাও ভাবনাতে ছিল। তবে সম্ভবত ময়দানের বড় ক্লাবের কোনও একটির মাঠে জায়ান্ট স্ক্রিন বসবে। যেখানে হবে ক্লাসিকো উৎসব।

এ বারের লা লিগার মরসুম শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় ফুটবলপ্রেমীরা। লা লিগা চুক্তিবদ্ধ হয় ফেসবুকের সঙ্গে। যার ফলে ঠিক হয়েছিল, শুধু মাত্র ফেসবুকেই দেখা যাবে স্প্যানিশ লিগের ম্যাচ। পরে অবশ্য সেই ছবি কিছুটা বদলেছে। গত বারের টিভি সম্প্রচারকারী সংস্থা সোনি পিকচার্স নেটওয়ার্কের সঙ্গে ফেসবুকের যে সাম্প্রতিকতম সমঝোতা হয়েছে, তাতে ঠিক হয়েছে, লা লিগার কিছু ম্যাচ টিভি-তেও দেখানো হবে। যার মধ্যে অবশ্যই থাকছে মরসুমের প্রথম এল ক্লাসিকো।

পুজোর পরে তাই সুখবর থাকছে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্যও। আর কলকাতার জন্য তো থাকছেই বিশেষ উপহার।

Football El Clasico Lionel Messi Luka Modric লিয়োনেল মেসি লুকা মদ্রিচ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy