Advertisement
১১ মে ২০২৪

মাতেরাজ্জিদের ড্র দেখতে চায় কলকাতা

লুই গার্সিয়া-অর্ণব মণ্ডলদের পাখির চোখ এখন এফসি পুণে সিটি ও চেন্নাইয়ান ম্যাচ। গোটা আটলেটিকো দে কলকাতা টিমের আগ্রহের প্রধান কারণ লিগ টেবিলের অঙ্ক। আজ মঙ্গলবার আইএসএলে মুখোমুখি হতে চলেছে লিগ টেবলে দ্বিতীয় (চেন্নাইয়ান) ও তৃতীয় (পুণে) স্থানে থাকা দুই দল। যে ম্যাচ ড্র হলে তবেই আন্তোনিও হাবাসের দল শীর্ষে থাকবে। আর যদি মাতেরাজ্জির টিম বনাম ত্রেজেগুয়েদের যুদ্ধে কেউ জিতে যায় তা হলে এই প্রথম এক নম্বর স্থান থেকে নেমে যাবে কলকাতা। সে জন্যই অর্ণবের মতো সব ফুটবলারই চাইছেন ম্যাচ ড্র হোক।

তৈরি হচ্ছেন ফিকরু। —নিজস্ব চিত্র

তৈরি হচ্ছেন ফিকরু। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ০২:৪৯
Share: Save:

লুই গার্সিয়া-অর্ণব মণ্ডলদের পাখির চোখ এখন এফসি পুণে সিটি ও চেন্নাইয়ান ম্যাচ। গোটা আটলেটিকো দে কলকাতা টিমের আগ্রহের প্রধান কারণ লিগ টেবিলের অঙ্ক। আজ মঙ্গলবার আইএসএলে মুখোমুখি হতে চলেছে লিগ টেবলে দ্বিতীয় (চেন্নাইয়ান) ও তৃতীয় (পুণে) স্থানে থাকা দুই দল। যে ম্যাচ ড্র হলে তবেই আন্তোনিও হাবাসের দল শীর্ষে থাকবে। আর যদি মাতেরাজ্জির টিম বনাম ত্রেজেগুয়েদের যুদ্ধে কেউ জিতে যায় তা হলে এই প্রথম এক নম্বর স্থান থেকে নেমে যাবে কলকাতা। সে জন্যই অর্ণবের মতো সব ফুটবলারই চাইছেন ম্যাচ ড্র হোক।

দু’দিন ছুটি থাকার পর সোমবার অনুশীলন শুরু হল কলকাতার। মূলত শুক্রবার চেন্নাইয়ান ম্যাচেরই মহড়া হল। এবং জেতার জন্য ফিকরুরা কতটা মরিয়া সেটা বোঝা যায় কথা বললেই। যেমন বলজিত্‌ সাইনি বলছিলেন, “পুণে-চেন্নাই ম্যাচটা দেখব। কে জিতল কে হারল তা নিয়ে চিন্তিত নই। আমি দেখব চেন্নাই কী রকম খেলছে।” এ দিন হাবাসের কাছে ট্রায়াল দিতে এলেন মহমেডান গোলকিপার অর্ণব দাস শর্মা।

চেন্নাইয়ান টিমকে শক্তিশালী বললেও তাদের রক্ষণ যে দুর্বল সেটা ঘনিষ্ঠ মহলে নাকি বলছেন হাবাস। বলজিতের কথাতেও তারই প্রতিধ্বনী। “চেন্নাইয়ান ডিফেন্স প্রায় প্রতিটা ম্যাচেই গোল খাচ্ছে। ওদের এলানোর মতো গোল করার লোক থাকলেও ডিফেন্স খুব দুর্বল।” বলজিতের সঙ্গে একমত অর্ণব মণ্ডলও। কলকাতার হয়ে ধারাবাহিক ভাল খেলে আসা স্টপার বলছিলেন, “ওদের অনেক দুর্বল জায়গা আছে। সেটা আমরা দেখেছি।” এফসি পুণে সিটির বিরুদ্ধে প্রথম হারলেও আটলেটিকো কোচ খুব বেশি চিন্তিত নন। বলজিত্‌ যোগ করলেন, “কোচ বলেছেন, ‘‘একটা ম্যাচ হেরেছি তো কী হয়েছে।” এ দিকে চেন্নাইয়ানের বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা পুণের। ভাল ফর্মে থাকা নেদারল্যান্ডসের জন গুসেনস পাঁজরে চোট পাওয়ায়, তাঁর আইএসএলে খেলা অনিশ্চিত হয়ে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE