Advertisement
০৫ মে ২০২৪

নিজেকে বোঝাই, তুমি পারবে: ক্রুণাল

যাবতীয় সমালোচনার জবাব দিয়ে রবিবার সিডনিতে ৩৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার হয়ে গেলেন বাঁ হাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্য।

নায়ক: ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ক্রুণাল। অভিনন্দন অধিনায়কের। ছবি: টুইটার।

নায়ক: ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ক্রুণাল। অভিনন্দন অধিনায়কের। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ০৪:৪০
Share: Save:

ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাঁর চার ওভারে উঠেছিল ৫৫ রান। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে। প্রশ্ন উঠেছিল, কেন যুজবেন্দ্র চহালকে খেলানো হবে না? যাবতীয় সমালোচনার জবাব দিয়ে রবিবার সিডনিতে ৩৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার হয়ে গেলেন বাঁ হাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্য। কতটা কঠিন ছিল এই ভাবে ফিরে আসা? সাংবাদিক বৈঠকে এসে ক্রুণাল বলে যান, ‘‘খুবই কঠিন কাজ ছিল। বিশেষ করে যেখানে আপনি অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে চার ওভারে ৫০ রানের ওপরে দিয়ে বসছেন। পরের ২৪ ঘণ্টা আমার কাছে সত্যিই খুব কঠিন ছিল। নিজেকে বোঝাতে হয়েছিল, তুমি এই মঞ্চে খেলার যোগ্য। এর পরে মেলবোর্নে যখন খেলতে নামি, কী করতে হবে না হবে, সে ব্যাপারে একটা স্পষ্ট ধারণা ছিল।’’

সিডনিতে এই সাফল্যের পরে কী মনে হচ্ছে আপনার? ক্রুণালের জবাব, ‘‘এই ভাবে ফিরে আসতে পারার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। যাদের বিরুদ্ধে ও রকম একটা খারাপ দিন গিয়েছে, তাদের বিরুদ্ধেই সেরা বোলিং করতে পারলে আনন্দ তো হবেই। এই পারফরম্যান্স আরও বুঝিয়ে দিল, আমি এই মঞ্চে খেলার যোগ্য।’’ এই বাঁ হাতি স্পিনার মনে করেন, টি-টোয়েন্টির মতো ক্রিকেটে সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে, শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ‘‘নতুনদের এই ব্যাপারগুলো দ্রুত শিখে নিতে হবে। পাশাপাশি বুঝতে হবে, এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে এই ধরনের ঘটনা ঘটবেই। কোনও দিন ব্যাটসম্যান তোমাকে মারবে। কোনও দিন আবার তুমি বাজিমাত করবে।’’ প্রথম ম্যাচের পরে ভাই হার্দিকের থেকে কোনও পরামর্শ পেয়েছিলেন? ক্রুণালের মন্তব্য, ‘‘আমরা ক্রিকেট নিয়ে বেশি কথা বলি না। প্রথম ম্যাচে অত রান দেওয়ায় হার্দিক মজা করছিল। ও খারাপ খেললে আমিও ওর পিছনে লাগতে ছাড়ি না।’’

আরও পড়ুন: ক্রুণাল না কোহালি ভারতের জয়ের আসল কারণ কী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE