আইপিএলের সাফল্য এনেছিল প্রচারে। ক্রিকেটমহলের কাছে চিনিয়েছিল তাঁকে। আর টি-টোয়েন্টি অভিষেকেই ক্রুনাল পান্ড্য বোঝালেন, অলরাউন্ডার হিসেবে ভরসা রাখাই যায় তাঁর উপর।
ভারতীয় ক্রিকেটে এর আগে দাদা-ভাই জুটি হিসেবে টি-টোয়েন্টি খেলেছেন ইউসুফ পাঠান ও ইরফান পাঠান। তালিকায় দ্বিতীয় জুটি হলেন ক্রুনাল পান্ড্য ও হার্দিক পান্ড্য। হার্দিক ২০১৬ সালে অ্যাডিলেডে অভিষেক ঘটিয়েছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে। রবিবার ইডেনে ভারতের ৭৮তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটালেন হার্দিকের দাদা।
দুই ভাই হিসেবে টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করা ছাড়াও হার্দিক-ক্রুনালে রয়েছে মিল। অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওভারে উইকেট-মেডেন নিয়েছিলেন হার্দিক। ক্রুনালও অভিষেক ম্যাচে দ্বিতীয় ওভারে উইকেট-মেডেন নিলেন। ইডেনে চার ওভারে ১৫ রান দিয়ে নিলেন কিয়েরন পোলার্ডের উইকেট। আর তারপর ব্যাট হাতে টেনশনের মুহূর্তে নয় বলে করলেন ২১ রান। জয়সূচক রানও এল তাঁর ব্যাটে।