Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ডিআরএসে উন্নতি দেখে খুশি কুম্বলে

ডিআরএস প্রযুক্তির উন্নতি দেখে খুশি ভারতীয় কোচ অনিল কুম্বলে ও বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০৩:৪৭
Share: Save:

ডিআরএস প্রযুক্তির উন্নতি দেখে খুশি ভারতীয় কোচ অনিল কুম্বলে ও বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারত ডিআরএস ব্যবহার করার ইঙ্গিত দিলেও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সে জন্যই আইসিসি ও ‘হক আই’ সংস্থা এ দিন বোর্ড প্রেসিডেন্ট ও কুম্বলের সামনে ডিআরএসের নতুন প্রযুক্তির প্রেজেন্টেশন দেয়।

বৈঠকের পর অনুরাগ বলেন, ‘‘প্রেজেন্টেশনে দেখলাম ডিআরএস-এ কিছু উন্নতি হয়েছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কয়েক দিনের মধ্যেই আইসিসি-কে আমাদের প্রতিক্রিয়া জানাব।’’ ভারতীয় বোর্ড বরাবরই এই প্রযুক্তি নিয়েই আপত্তি তুলেছে। তাদের বক্তব্য, এই প্রযুক্তি একশো শতংশ নির্ভুল নয়। এ বার জায়গা থেকে বোর্ড সরে আসে কি না, সেটাই দেখার।

ঘরের মাঠে সামনে পরপর টেস্ট। বেশিরভাগ টেস্টেই স্পিন সহায়ক উইকেট থাকার সম্ভাবনা বেশি। তাই রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় দলের বড় ভরসা হয়ে উঠবেন, আশা টেস্ট অধিনায়ক বিরাট কোহালির। অশ্বিন যাতে আম্পায়ারদের ভুলের শিকার না হন, তাই তাঁকে প্রযুক্তির ‘ব্যাক-আপ’ দিতে চান কোহালি। সেই জন্যই বোর্ড কর্তাদের কাছে তিনি ডিআরএস ব্যবহারে সম্মতি দেওয়ার ব্যাপারে দরবার করেছেন বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kumble DRS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE