এই প্রথম রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলে দিলেন, জুলাইয়েই প্যারিস সাঁ জারমাঁ বোর্ডকে জানিয়েছিলেন তিনি ক্লাব ছাড়তে আগ্রহী। চেয়েছিলেন, প্যারিসের ক্লাব তাঁর দলবদলের সুবাদে ভাল অঙ্কের অর্থ আয়ও করুক। একইসঙ্গে খুঁজে নিক তাঁর বিকল্প।
দলবদলের সময়সীমায় রিয়াল মাদ্রিদের বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল পিএসজি। এখন যা অবস্থা, তাতে আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হলে মুক্ত ফুটবলার হিসেবে এমবাপেকে পেয়ে যেতে পারে স্পেনের ক্লাব। এ’জন্য তাদের অতিরিক্ত খরচও হবে না। ২২ বছরের ফরাসি তারকা বলেছেন, ‘‘চুক্তির মেয়াদ বাড়াতে চাই না বলেই ক্লাব ছাড়তে চেয়েছিলাম। ভেবেছিলাম, সেটা হলে পিএসজিও ভাল ‘ট্রান্সফার ফি’ এবং আমার যোগ্য বিকল্প পেয়ে যাবে।’’
রিয়ালে খেলা লক্ষ্য হলেও প্যারিসের ক্লাবের প্রতি তিনি যে কৃতজ্ঞ, তা অকপটে স্বীকার করেছেন এমবাপে, ‘‘এই ক্লাব অনেক দিয়েছে। এখানে সবসময়ই আনন্দে কাটিয়েছি। এমনকি চার বছর পরেও আমি পিএসজিতে দারুণ সুখী। তবু, অনেক আগেই দল ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছিলাম। একইসঙ্গে এটাও বলেছিলাম, যদি ক্লাব ছাড়তে না চায়, তা হলে প্যারিসেই থেকে যাব।’’