ঘোষণা করে দেওয়া হল লা লিগার সূচি। ২০২১-২২ মরসুমের লা লিগা শুরু হচ্ছে ১৫ অগস্ট থেকে। সেই দিনই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সেলোনার প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠে। তারা খেলবে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদের প্রথম ৩টি ম্যাচই বাইরের মাঠে। কারণ সেই সময় সান্টিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে সংস্কারের কাজ চলবে। মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে আলাভেসের বিরুদ্ধে।