ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই হেরে গেলেন লক্ষ্য সেন। বিশ্বের এক নম্বর খেলোয়াড় শি ইউকি-র কাছে ১৭-২১, ১৯-২১ গেমে হেরেছেন তিনি। ম্যাচটি চলেছে ৫৪ মিনিট ধরে। দুই সেটেই লক্ষ্য লড়াই করার চেষ্টা করেছেন। তবে শি-এর টেকনিক্যাল দক্ষতার কাছে হার মানতে বাধ্য হন।
২০২১-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য। অন্য দিকে, ২০১৮-তে রুপো পেয়েছিলেন শি। কিন্তু এখন তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়ে উঠেছেন। ফলে ড্রয়ের পরেই বোঝা গিয়েছিল লক্ষ্যের লড়াই কঠিন হবে।
ম্যাচের প্রথম পয়েন্ট পেয়েছিলেন লক্ষ্যই। তবে পরিচিত ক্রসকোর্ট স্ম্যাশে সমতা ফেরান শি। চতুর্থ গেমে ৪৭ শটের র্যালি হয়। লক্ষ্যের রক্ষণ ভালই ছিল। মিডকোর্ট থেকে র্যালি ভাল পরিচালনাও করছিলেন। কিন্তু দক্ষতা দেখিয়ে পয়েন্ট নিয়ে যান শি। এর পর চিনের খেলোয়াড় ক্রমশই এগিয়ে যেতে থাকেন। ৬-১০ পিছিয়ে থাকাকালীন টানা তিনটি পয়েন্ট পেয়েছিলেন লক্ষ্য। এক সময় ১১-১১ করে ফেলেন।
তার পর আবার ম্যাচ নিজের দখলে নিয়ে নেন শি। টানা পাঁচটি পয়েন্ট জেতেন। সেখান থেকেও লক্ষ্য ১৬-১৭ করে ফেলেছিলেন। তবে সেট জিততে পারেননি। নেটে বেশি নিয়ন্ত্রণ থাকার কারণে জেতেই শি।
আরও পড়ুন:
দ্বিতীয় সেটের শুরু থেকে সমানে-সমানে লড়াই চলতে থাকে। কখনও লক্ষ্য এগোচ্ছিলেন, কখনও শি। লক্ষ্য ৭-১১ পিছিয়ে পড়ার পর কিছুতেই বিপক্ষকে ছুঁতে পারছিলেন না। সেটের একদম শেষ দিকে মরিয়া লড়াই করে ১৯-১৯ করে ফেলেন। তবে বুদ্ধি কাজে লাগিয়ে পর পর দু’টি পয়েন্ট জিতে বাজিমাত করেন শি।