সোনা জেতা হল না লক্ষ্য সেনের। বুয়েনস আইরেসে যুব অলিম্পিক্সের ব্যাডমিন্টন ফাইনালে চিনের লি শিফেংয়ের বিরুদ্ধে বিশেষ কিছু করতে পারেনি ভারতের তরুণ প্রতিভা। হেরেছে স্ট্রেট গেমে। শিফেংয়ের পক্ষে ফল ২১-১৫, ২১-১৯। খেলা শেষ হল মাত্র ৪২ মিনিটে। স্বভাবতই রুপোতে সন্তুষ্ট থাকতে হয়েছে জুনিয়র এশীয় চ্যাম্পিয়ন লক্ষ্যকে। অথচ গত জুলাই মাসে এই চিনা খেলোয়াড়কে সে স্ট্রেট গেমে হারিয়েছিল। শিফেং যেন বদলা নিতেই কোর্টে নেমেছিল। তবে রুপো জিতেই খুশি লক্ষ্য। টুইটারে সে লিখেছে, ‘‘প্রকাশ স্যার (পাড়ুকোন), বিমল স্যরদের (কুমার) ধন্যবাদ। ধন্যবাদ প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমিকেও। ওঁদের জন্যই এই সাফল্য। এই পদকটার মূল্য বুঝতে পারছি। আগামী দিনে আমি আরও বেশি পরিশ্রম করব।’’
দু’টি গেমেই আগাগোড়া পিছিয়ে থেকেছে লক্ষ্য। প্রথম গেমে তো শিফেং এক সময় ১৪-৫ এগিয়ে যায়। কিছুটা লড়ে ১৩-১৬ করে ব্যবধান কমায় লক্ষ্য। কিন্তু সেখান থেকে আবার ১৪-২০ পিছিয়ে যায়। লক্ষ্য অবশ্য একবার গেম পয়েন্ট বাঁচায়। কিন্তু ওই পর্যন্তই। প্রথম গেম শেষ হয়ে যায় ১৭ মিনিটে।
দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ানোর একটা মরিয়া চেষ্টা করেছিল লক্ষ্য। কিন্তু এ বারও অল্প ব্যবধানে হলেও এগিয়ে থেকেছে শিফেং। কখনও ৮-৭। কখনও বা ১২-৭। দেখতে দেখতে একটা সময় লক্ষ্য ১৪-১৯ পিছিয়ে পড়ে। তবে পর পর তিনটি পয়েন্ট জিতে ১৭-২০ করে ফেলেছিল একবার। শিফেং যদিও গেম এবং ম্যাচ পয়েন্টে পৌঁছে কোনও ভুল করেনি। এমনিতে যুব অলিম্পিক্সে লক্ষ্যই ভারতকে চার নম্বর রুপোটি এনে দেয়। তিনটি সোনাও জিতেছে ভারত।