Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কিডনিতে পাথর, আজ লক্ষ্মীর অস্ত্রোপচার

কিডনিতে পাথর পাওয়া গেল লক্ষ্মীরতন শুক্লর। সেই জন্যই শুক্রবার সন্ধ্যায় পেটে ব্যথা নিয়ে মধ্য কলকাতার এক নার্সিংহোমে ভর্তি হন তিনি। রবিবার সকালে অস্ত্রোপচার হবে তাঁর। সেখানকার চিকিৎসকরা শনিবার সকাল থেকে বিভিন্ন পরীক্ষার পর বাংলার রঞ্জি অধিনায়ককে দু’রকম পরামর্শ দিয়েছিলেন। এখনই অস্ত্রোপচার করে পাথরগুলি বার করে দেওয়া যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৪:০৮
Share: Save:

কিডনিতে পাথর পাওয়া গেল লক্ষ্মীরতন শুক্লর। সেই জন্যই শুক্রবার সন্ধ্যায় পেটে ব্যথা নিয়ে মধ্য কলকাতার এক নার্সিংহোমে ভর্তি হন তিনি। রবিবার সকালে অস্ত্রোপচার হবে তাঁর। সেখানকার চিকিৎসকরা শনিবার সকাল থেকে বিভিন্ন পরীক্ষার পর বাংলার রঞ্জি অধিনায়ককে দু’রকম পরামর্শ দিয়েছিলেন। এখনই অস্ত্রোপচার করে পাথরগুলি বার করে দেওয়া যায়। অথবা অস্ত্রোপচার এড়িয়ে ওষুধের মাধ্যমেও সেগুলি বার করে দেওয়া যেতে পারে। তবে সে ক্ষেত্রে তাঁকে অন্তত দু’সপ্তাহ অপেক্ষা করতে হবে। যেহেতু আগামী মাস থেকে বাংলা দলের রঞ্জির প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার কথা, তাই যথাসম্ভব দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন লক্ষ্মী। তাই রবিবারই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিলেন তিনি। রাতে এক নামী বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে পরীক্ষা করে জানান, অস্ত্রোপচার না করলে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। শনিবার রাতে নার্সিং হোমে নিজের কেবিনে বসে চিন্তিত ক্যাপ্টেন বললেন, ‘‘সপ্তাহ দুয়েক পর থেকেই প্র্যাকটিস শুরু হওয়ার কথা আমাদের। একেবারে সুস্থ হয়েই প্র্যাকটিসে নামতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Laxmi Ratan Shukla kidney stone operation kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE