Advertisement
E-Paper

লি-বোপান্নার রিওর আকাশ এখনও মেঘাচ্ছন্ন

প্রথম রাউন্ড জিতে ফরাসি ওপেন অভিযান শুরু করেছেন ভারতের দুই ডাবলস তারকা। কিন্তু আসলে রোলাঁ গারোয় এ বার লিয়েন্ডার পেজ আর রোহন বোপান্নার কেউই খেতাবের দৌড়ে নামেননি। বরং তার চেয়ে ঢের বেশি দৌড়চ্ছেন রিও অলিম্পিক্সের টিকিটের জন্য।

সুপ্রিয় মুখোপাধ্যায়

শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০৪:২৩

প্রথম রাউন্ড জিতে ফরাসি ওপেন অভিযান শুরু করেছেন ভারতের দুই ডাবলস তারকা। কিন্তু আসলে রোলাঁ গারোয় এ বার লিয়েন্ডার পেজ আর রোহন বোপান্নার কেউই খেতাবের দৌড়ে নামেননি। বরং তার চেয়ে ঢের বেশি দৌড়চ্ছেন রিও অলিম্পিক্সের টিকিটের জন্য। যে টিকিট তাঁদের কনফার্মড তো নয়ই, শেষমেশ আরএসি কিংবা ওয়েটিং লিস্টেও নাম থাকবে কি না এই মুহূর্তে তা নিয়ে সন্দেহ আছে! তার চেয়েও বড় বিপদ-ঘন্টি, রিওতে পুরুষ সতীর্থের অনিশ্চয়তার ধাক্কায় বিশ্বের এক নম্বর ভারতীয় মেয়ে ডাবলস তারকা সানিয়া মির্জারই না এ বার অলিম্পিক্সে মিক্স়ড ডাবলস খেলা আটকে যায়। যেটা কি না রিও থেকে টেনিসে ভারতের পদক জেতার সেরা বাজি!

কেন? ২০১৬ অলিম্পিক্সে টেনিসের যোগ্যতা অর্জনের শেষ তারিখ ৬ জুন। ফরাসি ওপেন ফাইনালের পরের দিন। ওই সোমবার প্রকাশিতব্য পুরুষ ও মেয়েদের সার্কিটের বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী রিওর জন্য ডাবলসে ৩২ আর মিক্সড ডাবলসে ১৬ টিম চূড়ান্ত স্পষ্ট হয়ে যাবে। আন্তর্জাতিক টেনিস সংস্থার নতুন নিয়মে এ বার অলিম্পিক্স টেনিসে কোনও দেশের জন্য ওয়াইল্ড কার্ড নেই। ফলে রিওর টিকিটের জন্য টেনিস প্লেয়ারদের একমাত্র সম্বল নিজেদের ৬ জুনের র‌্যাঙ্কিং। ২০১২-এ শেষ অলিম্পিক্সে ডাবলসে যোগ্যতামানের সর্বনিম্ন টিম র‌্যাঙ্কিং (অর্থাৎ, দুই প্লেয়ারের নিজস্ব র‌্যাঙ্কিংয়ের যোগফল) ছিল ৬৮। এই মুহূর্তে বোপান্না ১১ এবং লিয়েন্ডার ৫১। তাঁদের টিমের র‌্যাঙ্কিং দাঁড়াচ্ছে ৬২। কিন্তু আশঙ্কার যেটা, নিজেদের র‌্যাঙ্কিং ধরে রাখতে লিয়েন্ডার, বোপান্না দু’জনকেই ফরাসি ওপেন ডাবলসে তৃতীয় রাউন্ডে উঠতে হবেই। কারণ, গত বার রোলাঁ গারোয় ওই রাউন্ডেই দু’জন বিদায় নিয়েছিলেন। এ বার তার আগে হেরে গেলে পেশাদার সার্কিটের নিয়মানুযায়ী এই টুর্নামেন্টে তাঁদের গতবারের প্রাপ্ত ১৮০ পয়েন্ট রক্ষা হবে না। ফলে ৬ জুন যে র‌্যাঙ্কিং প্রকাশ পাবে তাতে দু’জনেই বর্তমান পজিশন থেকে নেমে যাবেন। এবং সেক্ষেত্রে যদি বোপান্না-লিয়েন্ডারের সম্মিলীত র‌্যাঙ্কিং ৬৮-র বেশি থাকে তা হলে রিওতে কোনও ভারতীয় পুরুষ টেনিস প্লেয়ারের যাওয়ার সুযোগ কার্যত থাকবে না।

লিয়েন্ডারের আবার তাঁর সপ্তম অলিম্পিক্স খেলার প্রশ্নে আরও একটা কাঁটা রয়েছে। বোপান্না যদি রোলাঁ গারোর পারফরম্যান্সের সৌজন্যে র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়তে পারেন, সে ক্ষেত্রে রিওর জন্য নিজের দেশোয়ালি পার্টনার বাছার ক্ষমতা অলিম্পিক্সের নিয়মে তাঁর হাতে এসে পড়বে। চার বছর আগেই লন্ডন গেমসে লিয়েন্ডারকে নিয়ে খেলতে বোপান্না অস্বীকার করেছিলেন। রিওতেও যে খুব একটা ইচ্ছুক তার কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি এখনও। এমনও হতে পারে, লিয়েন্ডার অলিম্পিক্সে কোয়ালিফাই করা সত্ত্বেও তাঁর বদলে বোপান্না কোনও সাকেত মিনেনি বা পূরব রাজা, এমনকী হয়তো মহেশ ভূপতিকে নিয়ে খেলতে চাইলেন রিওতে। এবং সেটা চাইলে তাঁকে নিয়মানুযায়ী ‘না’ বলতেও পারবে না ভারতীয় টেনিস সংস্থা। এবং তখন রিওর টিকিট পেয়েও লিয়েন্ডারের যাওয়া আটকে যাবে। কারণ, এ বার অলিম্পিক্স টেনিসে কোনও ওয়াইল্ড কার্ড নেই। ফলে লন্ডনের মতো লিয়েন্ডারের জন্য দ্বিতীয় ডাবলস টিম পাঠানোরও সুযোগ নেই ভারতের।

সানিয়ার কপাল পুড়তে পারে কোথায়? সেটাও রিওর জন্য আন্তর্জাতিক টেনিস সংস্থার বলবৎ নতুন নিয়মের গেরোয়! এ বার অলিম্পিক্স টেনিসে কোনও দেশ থেকে সিঙ্গলস বা ডাবলসে একটাও পুরুষ এন্ট্রি না থাকলে সেই দেশ মিক্স়ড ডাবলসে নামার যোগ্যতা হারাবে। সে সেই দেশের মেয়ে প্লেয়ারের র‌্যাঙ্কিং যতই ভাল থাক না কেন? ফলে বোপান্না-লিয়েন্ডারের কেউই রিওর টিকিট না পেলে মেয়েদের ডাবলসে বিশ্বের এক নম্বর সানিয়া মির্জার এ বার অলিম্পিক্স যাওয়া আটকে যাবে। দৈবদুর্বিপাকে এমনও হতে পারে, ফরাসি ওপেন ডাবলস চ্যাম্পিয়ন হয়ে ‘সান্টিনা’ জুটি বারো মাসের মধ্যে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম করে ফেলল, অথচ তার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ‘সান্টিনা’র অন্যতম ভারতীয় সুপারস্টার অলিম্পিক্সের টিকিট হারালেন!

Rio Olympics Bopanna Leander
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy