২০২০ সালে টেনিস র্যাকেট তুলে রাখবেন লিয়েন্ডার পেজ। বুধবার টুইট করে এ কথা জানালেন তিনি। ১৯৯১ সালে পেশাদার টেনিস কেরিয়ার শুরু করেন লিয়েন্ডার। ৩০ বছরের পেশাদার জীবনে ১৮টি ডাবলস গ্র্যান্ড স্লাম জিতেছেন লিয়েন্ডার। এ দিন টুইটে লিয়েন্ডার জানান, ২০২০ সালে বেছে বেছে কয়েকটা টুর্নামেন্টে নামবেন তিনি।
লিয়েন্ডারের হাত ধরেই ভারতের সঙ্গে উইম্বলডনের রোম্যান্স শুরু হয়। ১৯৯৯ সালে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে চারটি গ্রান্ড স্লামের ফাইনালে পৌঁছন লিয়েন্ডার। সে বার লি-হেশ উইম্বলডন ও ফরাসি ওপেন জেতেন। পরে রাদেক স্টেপানেক,সেবাস্তিয়ান লারু, কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গে জুটিতে ফুল ফোটান তিনি।
আরও পড়ুন:মাত্র চল্লিশ মিনিটেই সাকলিনের মনে ‘সৌরভ’ ছড়িয়েছিলেন আজকের বিসিসিআই প্রেসিডেন্ট
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে রমেশ কৃষ্ণণকে সঙ্গে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন। তার চার বছর পরে আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন লিয়েন্ডার।
পড়ুন লিয়েন্ডারের টুইট:
#OneLastRoar pic.twitter.com/WwALCVF5LO
— Leander Paes OLY (@Leander) December 25, 2019
২০২০ সালে টোকিয়ো অলিম্পিক্সে নামবেন লিয়েন্ডার। দেশবাসীর আশা কেরিয়ারের শেষ অলিম্পিক্সে তাঁর র্যাকেট গিটারের সুর তুলুক।